নওগাঁ সদর উপজেলার কাদোয়া গ্রামে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে ববি আকতার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। নিহত ববি আকতার পার্শ্ববর্তী বোয়ালিয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। এলাকাবাসী জানায়, ২০১১ সালের অক্টোবর মাসে বোয়ালিয়া গ্রামের কাঠ মিস্ত্রী রাব্বী ওরফে ধলুর সাথে ৬০ হাজার টাকা যৌতুক ও ৫০ হাজার টাকার আসবাবপত্রের উপঢৌকনে ববির বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাব্বী ও তার পরিবার ববির পিতাকে নানা ভাবে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে রাব্বী ববিকে প্রায় শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে গত মঙ্গলবার গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধলে রাব্বী ববিকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকার মেম্বার-চেয়ারম্যান বিষয়টি আতœহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও আজ বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তথ্যসূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।