মানুষ মানুষের জন্য জি। এম সৈকত : নওগাঁর রানীনগর উপজেলার মিরাট উত্তরপাড়ার মাতবরদের দোররার আঘাতে এক গৃহবধূ আহত হয়। আহতের পর ওই গৃহবধূ মামলা করলে গ্রাম্য মাতবররা মামলা তুলে নেয়ার চাপ দিচ্ছে। এমনকি তার স্বামীর বাড়ি থেকে তাকে উচ্ছেদ এবং হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এ অভিযোগে গতকাল রবিবার ওই গৃহবধূ জীবনের নিরাপত্তা চেয়ে রানীনগর থানায় জিডি করে।
এ বিষয়ে রানীনগর থানার ওসি শাহরিয়ার খান বলেন, হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ওই গৃহবধূকে ব্যাভিচারিণী আখ্যা দিয়ে গ্রামের মাতবররা সম্প্রতি ১০১টি দোররা মারে এবং বিচারের নামে ৫০০ টাকা জরিমানা করে। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি রানীনগর থানায় ইউপি মেম্বরসহ ১২ মাতবরের বিরুদ্ধে একটি মামলা করে। পুলিশ ফতোয়াবাজ মাদরাসার শিক্ষক নূরে আলম ও আফজাল হোসেনকে গ্রেফতার করে। আসামিদের আত্মীয়স্বজন গৃহবধূটিকে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।