নওগাঁর পোরশায় একাধিক ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো জেলার সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে বাইরুল (৩২) ও পোরশা উপজেলার ভাত গ্রামের ফুল মোহাম্মদের ছেলে হাসান (৩৫)।
পোরশা থানার ওসি শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে উপজেলার সরাইগাছী মোড়ে অভিযান চালিয়ে একই সাথে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বাইরুল একটি ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে আরও চার ডাকাতি ও ছিনতাই মামলা ওয়ারেন্ট রয়েছে। অপরজন হাসানের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনিও দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
আজ সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।