আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় খুন করে মোটর সাইকেল ছিনতাই

নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা-জয়পুরহাট সড়কে সঞ্জয় চন্দ্র মন্ডল (২২) নামে এক যুবককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুর্বৃত্তদের হামলায় দুলাল চন্দ্র (২৮) ও হাসান (২২) নামে আরও দুই জন আহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সঞ্জয় চন্দ্র মন্ডল পত্নীতলা উপজেলার চক ভবানী গ্রামের মৃত ললিত চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় জয়পুরহাট থেকে সঞ্জয় তার ভগ্নীপতি দুলাল ও বন্ধু হাসানকে নিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পথে দড়িয়াদিঘী নামক স্থানে পৌঁছলে সড়কের পাশে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে মারপিট ও ছুরিকাঘাত করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী খবর পেয়ে আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সঞ্জয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে  চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাই হওয়া মোটর সাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িদের গ্রেফতার করার চষ্টো চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।