নওগাঁর ধামইরহাট উপজেলার শল্পী নামক স্থানে ট্রাক চাপায় শুভ (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শুভ ধামইরহাট উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে দূর্গাপুর দাখিল মাদ্রাসায় ৩য় শ্রেনিতে পড়তো।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে একটি বালু বোঝাই ট্রাকে চড়ে শুভ তার নানা বাড়ি শল্পী বাজারে যাচ্ছিল। এসময় ট্রাকের ঝাঁকুনিতে শুভ সড়কের ওপর পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ধামইহাট থানার পরিদর্শক (ওসি) একরামূল হক সরকার জানান, ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।