আমাদের কথা খুঁজে নিন

   

আমি শিশু পিপড়া, আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছুই আপনাদের জানাবো বলে এখানে আসা

শিশুদের ব্লগ আমি শিশু পিপড়া, মানে পিপড়াদের শিশু। পড়ি কেজি ওয়ানে। আমার একটা বোন আছে। আমার থেকে একটু বড়। খুব পাজী।

ওর কথা আরেকদিন বলবো। আমি ভালবাসি রসগোল্লা খেতে। তবে সর তোলা দই, পাকা আম আর রাজভোগ দিয়ে একত্রে মাখানো চিড়া আমার খুব পছন্দের। ঝাল খাবারের মধ্য ভাল লাগে পরোটা, ভুনা গরুর মাংশ আর কাবাব। তবে কাবাবে ঝালটা ঠিক মত হওয়া চায়।

সামনে আমাদের ঈদ আসছে। ইস কত মজার মজার খাবার যে বাসায় হবে!! আচ্ছা ঈদ মাত্র একদিন হয় কেন? যাক পরে আবার কথা হবে, গতকালের দেখা লাল-হলদে আমটা নিশ্চয় এতক্ষনে তৈরী হয়ে গেছে। .......... আরি ! একটা রসগোল্লাও আছে দেখি !! খেয়ে আসি আগে। কি মজা.... লি লি লি..... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.