দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো। কিন্তু তাদের কাম দেখলে মনে হয় তারা কতগুলা আবাল সাংবাদিক নামে ধরে আনছে। যারা যা খুশি তাই লিখে নিউজ করে। আজকে তাদের অনলাইন সংস্করনে একটি নিউজে লেখা "গতকাল কাফরুল এলাকার মানিকদী থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়"।অথচ কাফরুলে মানিকদী নামে কোন জায়গা আছে কিনা আমার জানা নেই। প্রকৃত তথ্য হল মানিকদী ঢাকার ক্যান্টনম্যান্ট এলাকায় অবস্থিত। এটা বালুঘাটের পাশেই। এমনকি মানিকদী এলাকার থানা ও ক্যান্টনম্যান্ট থানা। তাইলে মানিকদী কিভাবে কাফরুলের এলাকা হয়?? মানিকদী থেকে কাফরুলের রিকশা ভাড়া ৬০ টাকা!!!!!! ব্লগে প্রথম আলোর কেউ থাকলে এই রিপোর্টারে ভুল টা ধরাই দিবেন আশা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।