আমাদের কথা খুঁজে নিন

   

ওরা তোরে ভাল থাকতে দিল না আবুল

খাওয়া আর ঘুম,বাংলাদেশি/বাঙালি হিসেবে এটাই আমার বড় যোগ্যতা। আমি এই ঘটনায় একই সাথে আনন্দিত আর দুঃখিত । এই মর্মান্তিক ঘটনা আমার মেরুদন্ডের স্পাইনাল কডের মধ্য দিয়ে আনন্দের স্রোতধারা প্রবাহিত করে দিচ্ছে । আজকে বাঙালি জাতি সম্পূর্ণভাবে পরাধীন হয়ে গেল আবার একই সাথে কলংক থেকে মুক্ত হল । এই ধরণের মর্মান্তিক আনন্দদায়ক ঘটনা আমাদের জীবনে খুব কমই ঘটে ।

এই ঘটনায় বাংলার আকাশে আজ দূর্যোগের কালো মেঘ উকি-ঝুকি দিচ্ছে । কি হবে আজ এই জাতির । তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জাতি এই ঘটনায় চরম খুশি । হূমায়ন স্যার যদি আরো কয়েক দিন পরে মারা যেতেন তাহলে এই ঘটনার জন্য জাতি হয়ত অলিতে গলিতে মিষ্টি বিতরণ করত । অনেক ত্যানা প্যাচাইসি আর প্যাচাবো না ।

আমার আবুল মামা পদত্যাগ করছে । তাও আবার নাকি সকাল সাড়ে সাতটায় পদত্যাগপত্র জমা দিতে গেছে সমুদ্রকন্যার কাছে । কেন যে মামা এত তাড়াতাড়ি গেল !!! আমার দুঃখ এই জন্য হচ্ছে একদা সমুদ্র কন্যা বলেছিল আমরা আর কারো গোলামি করব না । কারো ভিক্ষা নিব না । আমরা নিজের লেগের উপর দাড়াব ।

নিজের টাকায় সেতু করব । ব্ল্যা... ব্ল্যা... ব্ল্যা... ব্ল্যা...... । তার এই জিহাদী কথা শুনে প্রথম আলোর প্রবাসী পাঠকরা সাথে সাথে টাকা পাঠানোর অঙ্গীকার করছিল, সোনার দামাল ছেলেরা একটাকে আপাত কল্পিত সেতুর কাছে পাঠাই দিছিল এমকি স্কুলগুলোতেও কল্পিত সেতুর জন্য টাকা উঠানো শুরু হয়ে গেছিল । কিন্তু হায় ! মামার এই পদত্যাগ দেখে মনে হচ্ছে আবার আমাদের মনিবের কাছে হাত পাততে হবে । আবার গোলামী করতে হবে ।

আমরা আর নিজের পায়ে দাড়াতে পারব না ব্ল্যা... ব্ল্যা... ব্ল্যা... ব্ল্যা...... । আমার আরো দুঃখ হচ্ছে চোরের মায়ের বড় গলা এই প্রবাদটার এক জ্বলন্ত ঊদাহারণ আমরা হারাই ফেললাম । আমরা আর টিভির পর্দায় ক্লোস আপ মার্কা ঝকঝকে হাসি দিয়ে কাউকে বলতে শুনব না “I am completely innocent”। আর আমার আনন্দিত হওয়ার কারনো আছে । ৮৫ এর জায়গায় ১০৫ টাকা দিয়ে হয়ত ডলার কিনতে হবে না ।

বিদ্যুতের দাম হয়ত ১৬ টাকা ছাড়াবে না । পেট্রোল-ডিজেলের দাম হয়ত আমার ফেবারিট ময়ূরি আপার ক্রমাগত ওজন বৃদ্ধির মত বাড়বে না । জিনিস পত্রের দাম বাড়ার কথা বাদি দিলাম । খুশি হবার সবচে বড় কারণটা হল কোন ইউনিভার্সিটিতে বা রাস্তায় ম্যাঙ্গো পাব্লিক হয়ত এই কল্পিত সেতুর জন্য মারা যাবে না । কেউ আমার কাছে কল্পিত সেতুর জন্য চাঁদা দাবি করবে না ।

তবু আমার দুঃখটাই বেশী কারণ আবুল মামার মত কোন লোক যুগে যুগে জন্মায় না । সমুদ্রকন্যার মত মমতাময়ী মায়েরাই মামার মত কোন লোককে আমাদের সামনে হাজির করতে পারে । তাই আমার আকুল আবেদন মামাকে সরকারেরে প্রেস সচিব করা হোক যাতে তার ক্লোস আপ মার্কা হাসি থেকে আমরা বঞ্চিত না হয় । জয় আবুল,আবুলের জয় ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।