আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
প্রিয় রে, তোরে কোন চোখে দেখি
মাটির এ চোখ দুটো যে জন্ম থেকে মেকী ।
থাকবি যদি হৃদয় জুড়ে এ পরাণে বাঁধিস ঘর
আমি আছি , আমি থাকবো, হোক না সবাই পর।
তোর চলনে নুপুর বাজে,চুড়ি নাচে মধুর স্বরে
আমার বীনায়, তোর বানী যে তোলে ভীষন ঝড়।
আমি আছি , আমি থাকবো, হোক না সবাই পর।
সুরের খেলায় নাও ভাসিয়ে, চল যাই অচীন দেশে
সুখ পাখি তুই পালে বসে নূতন গান ধর।
আমি আছি , আমি থাকবো, হোক না সবাই পর।
রঙ বেরঙের এ দুনিয়ায়, পুরানো সোনা সবাই যে চায়
তারপর ও কি কাঁচা সোনার হয় কী ভাংতি কদর !
প্রিয় তোর চোখ দেখে যে নেশা জাগে, সুরের তালে এ মনটা জাগে
তালকানা থাক চির কালই আমাদেরই পর,
আমি আছি , আমি থাকবো, হোক না সবাই পর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।