আমাদের কথা খুঁজে নিন

   

তোরে আমি, আমি তোরে। (একটি নির্বাচন-নির্বাচন খেলা।)

https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg

ছোট দুটি বাচ্চা একটা বিশেষ খেলা খেলবে বলে ঠিক করেছে। খেলার আগে একজন অন্যজনকে খেলার নিয়ম বুঝিয়ে দিচ্ছে। "খেলার নিয়ম হচ্ছে আমি তোরে... তারপর তোরে আমি...। " " তুই যে দুইবার...!" "তাহলে তোরে আমি, তারপরে আমি তোরে..। " অন্য বাচ্চাটি গম্ভির মুখে বলল "এমন হলে আমি খেলব না।

" "খেললে খেল না খেললে নাই, আমাদের এলাকার নিয়মই এইটা। " শেষ পর্যন্ত বাচ্চা দুইটি সেই প্রচলিত নিয়মে খেলাটা খেলেছিল কিনা জানা নেই। কেননা এখানেই গল্পের সমাপ্তি। কিন্তু, সেই অবুঝ দুই বাচ্চার খেলার মত বাংলাদেশেও একটা খেলা শুরু হতে যাচ্ছে। নির্বাচন খেলা।

একদল বলছে সেই খেলাটা প্রচলিত নিয়মেই খেলতে হবে। প্রচলিত নিয়মে খেললে সংবিধান রক্ষা হবে। গণতন্ত্র বজায় থাকবে। সেই নিয়মের আরো কী কী সুযোগ-সুবিধা তা ব্যখ্যা করছে। ভয় দেখাচ্ছে।

কিন্তু অন্যদল বলছে প্রচলিত নিয়মে তাঁরা খেলবেনা। জাতীয় নির্বাচনের মত একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যুতে এইসব ছেলেমানুষি খেলার কোন মানে হয়না। একটি দেশের গণতন্ত্র, সংবিধান রচিত হয় সে দেশের জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে। যেখানে দেশের ৮০ শতাংশের বেশী জনগণ চায় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হোক সেখানে প্রচলিত নিয়মের কথা বলে এক পক্ষ একতরফা সুবিধা ভোগ করবে তা হয়না। বর্তমান সরকারের ভয়, যদি আরো একটা ওয়ান-ইলেভেন আসে! আপনারা যদি সৎ হন, আপনাদের যদি কোন দুর্নীতি না থাকে তাহলেতো এখানে ভয়ের কোন কারন নাই।

আর তত্বাবদায়ক যদি ক্ষমতা না ছাড়ে তাহলে শুধু আপনারাই ক্ষতিগ্রস্থ হবেননা সবাই হবে। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে তত্বাবধায়ক ব্যাবস্থা ফিরিয়ে এনে আপনাদের সৎ সাহসের পরিচয় দিন। (শাহজাহান আহমেদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।