আমি অন্ধ্........মূর্খ....জ্ঞানহীন....
সাইকেল ভ্রমনে নামবার পিলান করছি। তেতুলিয়া থেকে টেকনাফ। ঢাকা থেকে বাসের ছাদে কইরা সাইকেল নিয়া তেতুলিয়া নামুম। তেতুলিয়া থেকে চালানো ষ্টার্ট। পথে যে কয়টা প্রাইমারী স্কুল পরবো সব স্কুলে কম্পিউটার বিষয়ে প্রাথমিক একটা লেকচার মারুম।
কম্পিউটার পরিচিতি আর কি !
মূল উদ্দেশ্য ভ্রমন। পাশাপাশি বাড়তি একটা আভিজ্ঞতা গেদার করার বাসনা আর কি।
আমরা দুইজন।
সাথে থাকবো একটা লেপটপ আর একটা ডিজিটাল ক্যামেরা। এক মাসের জন্য লেপটপ ভাড়া খুজতেছি।
সাথে একটা ইন্টারনেট মডেম। পাইলেই রওয়ানা হমু। সবাই দোয়া রাইখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।