একটি সুন্দর ভোরের প্রত্যাশায় রইলাম
সাধারনত যারা ভ্রমন করেন বিশেষ করে দুরপাল্লার যাত্রী তারা এ সমস্যায় বেশী ভোগেন। তবে শিশু ও মহিলারা এ সমস্যায় আক্রান্ত হয় বেশী।
লক্ষণ ঃ ১। গাড়ী কিংবা বাস ভ্রমনকারীরা মূলত মাথা ব্যথায় ভোগেন। ২।
কিছুদুর চলার পর রোগীর মাথা ঘুরা শুরু হয়। মাথা হেলান দিয়ে রাখলেও ঘুরে বলে মনে হয়। ৩। রোগীর কাছে সব কিছু ঘুরছে বলে মনে হয়। ৪।
বমি বমি ভাব শুরু হয়। ৫। সবশেষে বমি হয় এবং কিছুদুর অগ্রসর হওয়ার পর আবার আগের মতো মাথা ঘুরানো শুরু হয়।
চিকিৎসা ঃ ভ্রমনের আগে লেবু ও তেতুল জাতীয় টক সঙ্গে নিয়ে যানবাহনে উঠলে কিছুটা উপকার পেতে পারেন। ২।
গাড়ীতে আরোহনের আগে ট্যাবলেট ক) acliz 5mg বা খ) vomec 5mg খেয়ে নিলে উপকার পাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।