আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমনে আপনার সংগী হোক এই দোয়াটিও

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

ভ্রমন জীবনের এক অপরিহার্য অনুষংগ। অফিস-ব্যাবসা তথা জীবিকার তাকিদে, পারিবারিক প্রয়োজনে কিম্বা নিদেন পক্ষে সখের বশে আমরা ভ্রমণ করে থাকি। অতীতের ভ্রমণ ছিল অনেক কষ্ট আর অনিশ্চয়তায় ঘেরা, পরিবারর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বর্তমানে আধুনিক উপকরন হয়েছে প্রচুর, দ্রুত ও আরামে চলে যাওয়া যায় গন্তব্যে।

ফোন-ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ থাকছে প্রিয়জনের সাথে। তবু কিছু অনিশ্চয়তা-দুশ্চিন্তা তো থেকেই যায়। প্রতিদিন কতজন মানুষ বাঈরে বেরিয়ে আর ঘরে ফিরতে পারেন না তার হিসাব কি কেঊ রাখে? আপনি সফরে যেয়ে যেমন ফেলে আসা পরিবার নিয়ে উদবেগ-উতকন্ঠায় থাকেন তেমনি আপনার প্রিয়জনও আপনার নিরাপত্তার সাথে ফিরে আসার অপেক্ষায় থাকেন। আসুন দেখে নেই একটি দোয়া, যা রাসুল (সাঃ) পড়তেন, সফরে বের হবার সময়। আমরাও এই দোয়াটি পড়ে নিতে পারি সফরের শুরুতে, যা আল্লাহর রহমত কে আমাদের সাথী হতে সাহায্য করবে, মনের প্রশান্তি নিয়ে আসবে।

আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সঃ) যখন সফরে যাওয়ার জন্যে উটের পিঠে সওয়ার হতেন, তখন তিনবার তাকবীর (আল্লাহু আকবার) পড়তেন, তারপর বলতেন ঃ সুবহানাল্লাযী সাখখারালানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত-তাকওয়া ওয়া মিনাল আমালে মা তারদা। আল্লাহুম্মা হাওয়েন আলাইনা সাফারানা হাযা, ওয়াতবি আন্না বু’দাহ। আল্লাহুম্মা আন্তাস সাহিবু ফিস-সাফার, ওয়াল খালিফাতু ফিল-আহাল।

আল্লাহুম্মা ইন্নি আউজবিকা মিন ওয়াসাইস সাফারে, ওয়া কা’বাতিল মানযার, ওয়া সু’ইয়িল মুনকালাবি ফিল মা’লে ওয়াল আহলে ওয়াল ওয়ালাদ” (পাক পবিত্র সেই সত্তা যিনি এটিকে আমাদের অধীন করে দিয়েছেন। অন্যথায় একে বশ করা আমাদের সাধ্যাতীত ছিল। আর আমরা অবশ্যই আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! এই সফরে আমরা তোমার কাছ থেকে নেকী ও তাকওয়া প্রার্থণা করছি আর চাইছি সেই আমল/কাজ করার সুযোগ যাতে তুমি সন্তোষ্ট হও। হে আল্লাহ! আমাদের এই সফর কে আমাদের জন্য সহজ করে দাও এবং দুরত্বকে আমাদের জন্য গুটিয়ে দাও।

হে আল্লাহ, তুমি আমাদের সফরের সাথী এবং পরিবারে আমাদের প্রতিনিধি। হে আল্লাহ! আমি তোমার কাছে সফরের কষ্ট-কাঠিন্য থেকে, মর্মান্তিক দৃশ্যের উদ্ভব থেকে এবং নিজেদের ধন-সম্পদ, পরিবার-পরিজন ও সন্তান-সন্ততির মধ্যে খারাপ ভাবে ফিরে আসা থেকে আশ্রয় প্রার্থণা করছি”। আর সফর থেকে ফিরে এসেও তিনি একই দোয়া পড়তেন। তবে তখন এর সাথে এটুকু যোগ করতেনঃ “আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুন” (আমরা নিরাপত্তার সাথে প্রত্যাবর্তনকারী, আমরা তাওবাকারী, আমরা নিজেদের প্রভুর ইবাদতকারী ও প্রশংসাকারী। )।

ঈমাম মুসলিম হাদীস টি বর্ণনা করেছেন। [বাংলায় অনুদিত রিয়াদুস সালেহীন এর ৯৭২ নম্বর হাদীস, ১ম খন্ড। ] তো আপনার যাত্রা শুরু হোক এই দোয়াটি দিয়ে। আপনার যাত্রা নিরাপদ-শুভ-কল্যানকর হোক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।