হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
দুই/তিন দিনের জন্য কোথাও বেড়াতে যাবেন ? ব্যাগ গোছাচ্ছেন ? অবশ্যই মনে করে আপনার মোবাইল ফোনের চার্জার টা সঙ্গে নিন। গত ডিসেম্বরে আমি বান্দরবান ঘুড়তে গেলাম, চার্জার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিলাম। প্রথম রাত কাটালাম চট্টগ্রামের এক হোটেলে, মোবাইলে চার্জ কিছুটা কমেছে।
ভাবলাম ঘুরতে বের হয়েছি ফুল চার্জ করা দরকার। হোটেলে আমাদের রুমে এবং হোটেলের অন্যান্য কমন স্পেসে আছে টু পিন আর আমার চার্জারের প্লাগ থ্রী পিন ! চার্জ দিতে পারলাম না।
পরদিন ভোরে বান্দরবানে পৌছালাম। এখানে নেটওয়ার্ক নাই, ফোন বন্ধ। সঙ্গে ক্যামেরা নাই, মোবাইল ক্যাম ওপেন করলাম।
ছবি তুলছি আর চার্জ শেষ হচ্ছে। মাঝে মাঝে আমার সহযাত্রীর মোবাইল ক্যাম ব্যবহার করছি। বান্দরবান বেড়াতে মোবাইলের চার্জ 70% শেষ। এই দিনই সন্ধ্যায় গেলাম লোহাগাড়া, থাকলাম আমীরাবাদের একটা হোটেলে। চার্জ দেওয়া খুবই জরুরী কিন্তু এবারও সারা হোটেল খুজে কোন থ্রী পিন পয়েন্ট খুজে পেলাম না।
ফোন বন্ধ করে বসে থাককাম। যখন ছবি তুলতে ইচ্ছে হয়েছে তখনই ফোন ওপেন করেছি তারপর আবার বন্ধ।
[গাঢ়] স্বরন :- [/গাঢ়] আপনার তিন দাঁত ওয়ালা চার্জার নিয়ে ঘুড়তে বের হলে, সমস্যায় পড়লেও পড়তে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।