শ্রাবণের ভেজা বিছানায় প্রিয় হুমায়ূন স্যার ! অনেক কষ্ট হলো স্যার ! এবার আপনার মুক্তি ! টানা ঘুম দরকার আপনার ! প্রিয় ফেসবুক এবং ব্লগার বন্ধুদের প্রতি রিকুয়েস্ট , এই মানুষটিকে এবার রেহাই দিন ! তাঁর কৃতকর্মের শাস্তি দেবার বা তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবার কি অধিকার আছে আমাদের ! খুঁজে দেখলে দেখা যাবে এমন হাজারো ঘটনা আছে আশেপাশে ! আমরা কেউ ফেরেশতা নই ! একজন মৃত মানুষকে আর নাহয় নাই টানলাম ! তিনি যা করেছেন তা তাঁর একান্তই ব্যক্তিগত বিষয় ! আমরা কেউ গুলতেকিনের পাশে দাঁড়াইনি , দাঁড়াবো না শাওন এর পাশে ! এতো সময় আমাদের নেই ! আমাদের শুধু আছে মানুষের দুর্বলতা নিয়ে খোঁচাখুঁচি করবার সময় ! সবার কাছে আমার হাত জোর করে আবেদন , এই মানুষটিকে নিয়ে আর কোন আলাপ না ।যা জীবিত থাকলেও তাঁকে বিব্রত করতো ! এখন করছে তাঁর সন্তানদের ! বাবা আর বাচ্চা এই সম্পর্ক নষ্ট হবার নয় ! অভিমান হয়তো দূরে ঠেলে রেখেছিলো কিন্তু মৃত্যু আবার কাছে এনে দিয়েছে ! আমার মনে হয় না তাঁর সন্তানদের বাবাকে নিয়ে এসব কথা শুনতে বা পড়তে ভালো লাগছে ! নিষাদ , নিনিত এর কথা ভেবে দেখুন ! কি পেলো ছোট্ট শিশু দুটি ! আমরা পারলে বাচ্চাগুলোকে সমবেদনা জানাই ! না পারলে তাদের অন্তত শান্তি মতো বাবার জন্য কাঁদতে দেই ! প্লিজ ! অনেক কথা বলেছি আমরা ! আর না বলি ? যে আমাদের সবাইকে অনেক দিয়েছেন তাঁর সন্তানরা কি আমাদের কাছে কিছু পাবে না ? আমি তাঁর ৬ সন্তানের কথা বলছি ! বাবা মায়ের ভুলের কারণে আমরা তাঁদের কষ্ট না দেই ! প্লিজ ! এবার তাঁদের মুক্তি দেই ! দোয়া করি স্যার কে আল্লাহ বেহেশত নসিব করুন ! বাবা হারা সন্তানদের এই শোক ভুলবার ক্ষমতা দিন !অনেক ভালোবাসা স্যার ! আমি তিতির যে খুব চেয়েছিলো রুপা হতে , হিমুর সাথে জোছনায় ভিজতে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।