আমাদের কথা খুঁজে নিন

   

যাকে তোমার লাগবে ভালো / বাসবে ভালো যে তোমাকে, জীবনে এই শিক্ষা নেবে- তাকে ছাড়াই চলতে হবে ;

মোহিনীরা স্বভাবে নির্মম। আর যারা ভালোবাসে তারা শুধু নিজেদের আত্মার ক্রন্দনে ক্লিষ্ট হয়-পূর্নেন্দু পত্রী অনেক দুরের অন্য কোন গৃহের মাঝে যে মেয়ে তার মনটি নিয়ে বারান্দাতে, পথি্ক, তুমি জেনে রেখো - ভালোবেসে নিজেকে সে হারিয়েছিলো তোমার মনের বক্রপথে; পথিক তুমি চিরটাকাল অপেক্ষমান দিগন্তে চোখ রেখে ফুরিয়ে যাওয়া দিনের শেষে সন্ধ্যা নামা এক প্রহরে অনন্তকাল থাকবে বলে প্রতিজ্ঞাতে অটল যে জন, অন্যসবাই ভুলে গেলেও ভুলে যাওয়া হয়না যাহার। ভিন্ন মানুষ ছিন্ন স্মৃতি জীর্ন করে বক্ষ তোমার দাঁড়িয়ে তবু কিসের আশায় বাড়িয়ে দিয়ে বুক? পথের শেষে ফিরছে সবাই মৌন এবং মুক; পথিক তুমি আলতো করে কষ্টগুলো রঙ মাখিয়ে রঙ্গিন ভোরে ভেবেছিলে নতুন করে সাজাবে তা মনের ঘরে; মনের ঘরে? মন কি কভু ঘর বাধে আর শুন্য এই মাটির পরে ঘর যেখানে বাধতে গেলেই কান্না আসে হৃদয় জুড়ে যাকে তোমার লাগবে ভালো বাসবে ভালো যে তোমাকে, জীবনে এই শিক্ষা নেবে- তাকে ছাড়াই চলতে হবে ; দীর্ঘ সময় বোরিং জীবন কেমন যেন সে ছাড়া আর নেই কিছু নেই জানিনা আজ এমন কেন; তবু তাকে ছাড়াই চলতে যে হয়, চলতে হবে; পথিক তুমি দেখছো তো সব, সংগীবিহীন একলা এবং নীরব তুমি যদিও তার জীবন চলে তুমিবিহীন একান্তে লীন সংগীবিহীন যদিও সে নয় তবুও মনের গভীর দাগে একপশলা বৃষ্টি ঝরে রোজ বিকেলে মনের চালে দুঃখ-নদীর উর্মি দোলে যদিও অনেক মানুষ তাকে ঘিরে রাখে সারাটাক্ষন তবুও তার মনেও আছে তোমার মতো শুন্যভ্রমন; হঠাৎ করে ঘুম ভেঙ্গে সেও ভাবে তোমায় রোজ নিশীথে যদিও অনেক বসন্ত নেই হারিয়ে গেছে শীতের শেষে প্রেম আছে তাও প্রেমিকটি নেই পাবে না আর কোথাও খুঁজে; অনেক দেরি হয়ে গেছে হয়তো ততোদিনে। পথিক তুমি জানোই তো সব অন্যসবাই ভুলে গেলেও ভুলে যাওয়া হয়না তোমার হৃদয় মাঝে রক্তজবা; হাসনাহেনা নেই যেন আর! জানোই তো কি আছে এই পথের শেষে একলা জীবন- কাটুক নাহয় অপেক্ষাতে অপেক্ষাতে! (পথিক, ডি মুন, ১৯/০৬/২০১৩, ১৪:৩০)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.