আমাদের কথা খুঁজে নিন

   

আমি যাকে ‌কষ্ট বলেছি...

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

আমি যাকে 'কষ্ট' বলেছি, তুমি তাকে 'কল্পিত' বলোনা, কল্পিত-কষ্টের চূড়া কখনোই এতোটা আকাশ ছুঁতে পারেনা, যতোটা দীর্ঘ হয়ে হিমালয় ছুঁয়ে ফেলে আমার ভেতরে জমা কষ্ট-নিখাদ। আমি যাকে 'বেদনা' বলেছি, তুমি তাকে 'বানানো' বলোনা, বানানো-বেদনায় কখনোই এতোটা রক্তলাল হয় না গোধূলি, যতোটা রক্তিম রক্ত ঝরিয়ে থরো থরো বিপন্ন-লাল হয়ে গেছে আমার ভেতরে জমা বেদনা-নিখাদ। আমি যাকে 'বিসর্জন' বলেছি, তুমি তাকে 'পরিত্যাগ' বলোনা, পরিত্যাগের পরতে পরতে ততোটা অনুতাপ কই ?.... যতোটা দীর্ঘ অনুতাপে পুড়তে পুড়তে ইতিহাস হয়ে গেছে এ আশ্চর্য্য নজিরবিহীন আমার বিসর্জন! আমি যে প্রেম 'একার' বলেছি, তুমি তাকে 'সহস্রজনের' বলোনা, সহস্রজনের-প্রেম কখনোই, এভাবে বাঁচে না অনন্তকাল, যতোটা একার-প্রেম বয়ে চলে নিভৃতে হৃদয় জুড়ে-শ্বাশত, নিরবধি। (কবিতাটি ইতিপূর্বে ওমিক্রন ল্যাব.কম সাইটে আমার প্রকৃত নামে এবং সামহয়্যার ইন ব্লগে আমার একটি গদ্য লেখায় অনুষঙ্গ হিসেবে পোষ্ট করা হয়েছিল।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.