চৌম্বক যেমন লৌহ কণাকে আকর্ষণ করে, তেমনি তুমিও আমাকে সেভাবে আকর্ষণ করছ । তোমার রূপ সৌন্দর্যে আমি বিমহিত । আমার দেহ, মন, প্রাণ জুড়ে রয়েছ তুমি । তোমার শীতল স্পর্শে মুছে যায় আমার সকল ক্লান্তি, সকল যাতনা । শয়নে, স্বপনে, স্মৃতি-জাগরনে তুমি খেলা করে যাও অনুক্ষণ ।
তোমার অনুভূতি আমার হৃদয়ে যতখানি দোলা দিয়েছে, তা আর কারও জন্য অতখানি দেয়নি । তোমার মত করে আমার চিত্তকে কেউ হরণ করতে পারেনি । তোমার মত করে কারও জন্য আমার মন এতটা আন্দোলিত হয়নি । তোমার সাথে আমার এই অমোঘ বন্ধন এই জন্মের নয়, জন্ম-জন্মান্তরের ।
“আমি তোমাকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে ভালোবাসি ।
”
আমার এ ভালোবাসা কোন টিনএজ বা উদ্ভ্রান্ত মনের ভালোবাসা নয় । আমার এ ভালোবাসা নির্মল, পবিত্র । আমার ভালোবাসা উৎসরিত হয়েছে অন্তরের অন্তঃস্থল থেকে ।
আমার এ ভালোবাসা আপেক্ষিক বা কোন ঘোর নয় ।
“আমি সত্যি তোমায় ভালোবাসি ।
”
আমায় গ্রহণ করো ।
তোমার হৃদয়ের বিশালতায় আমায় এইটুকু ঠাই দাও ।
হে প্রকৃতি তুমি আমাকে প্রেমিকভাবো বা সন্তানইভাবো কিংবা উন্মাদইভাবো, তবুও আমাকে গ্রহণ করো । তোমার উন্মত্ত বিশাল বুকে আমাকে ঠাই দাও । আমার সকল অশ্রুকণা তোমার চরণে নিবেদন করচ্ছি ।
হে অনন্যা প্রকৃতি ,
“আমারে লহ করুণা করে” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।