সাম্প্রদায়িকরা... নো কমেন্ট প্লিজ....
খবর সংগ্রহ করতে গিয়ে একুশে টেলিভিশনের সাংবাদিক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ও ক্যামেরাম্যানের ওপর হামলা করেছে ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা। ভেঙ্গে ফেলা হয়েছে বাংলাভিশনের ক্যামেরা। এরকম ঘটনা নতুন কিছূ নয়। বিভিন্ন মেডিকেলে বিভিন্ন সময় সাংবাদিক লাঞ্চনার ঘটনা ঘটেছে। সাংবাদিকরা বিচার পান নি একটিরও।
ঢাকা মেডিকেলে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে পারেন। কিন্তু রাজিশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবস্থায় দেখেছি, রাজশাহী মেডিকেলে সাংবাদিকরা ঢুকতে পর্যন্ত পারতো না।
এরকম ঘটনা আর কতদিন? সাংবাদিকরা শুধু লাঞ্চিতই হবে? আর যারা বছরের পর বছর লেখাপড়া করে মানুষের জীবন বাঁচানোর জন্য, তারা কতদিন আরেকজন মানুষের ওপর হামলা চালাবে? যাদের শপথ করানো হয় মানুষের সেবার করানোর জন্য, তারাই পরিণত হয় নরপিশাচে।
সাংবাদিকতার একজন শিক্ষার্থী এবং সাংবাদিক হিসেবে এই ঘটনার ধিক্কার জানাই। হয়তো আমার এই লেখাটা লেখা পর্যন্তই থাকবে।
হয়তো অনেক ঘটনার মত এটিও থাকবে বিচারহীনভাবেই। আবারো হয়তো গরম হয়ে উঠবে প্রেস ক্লাব, ডিআরইউসহ সাংবাদিক সংগঠনগুলো। কিন্তু আর কতদিন?
কোন একজন মনীষী বলেছিলেন “অস্ত্রের চেয়ে কলমের জোর বেশি”। সেই বাণী আজ মিথ্যা। সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহই করছেন, সংবাদ প্রকাশই করছেন।
পরিবর্তন কি হচ্ছে এতটুকু?
সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হামলার বিচার চাই এই অসহায় লেখাটির মাধ্যমে। আরো একবার ধিক্কার জানাই ঢামেক এর ইন্টার্নদের.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।