ধুত্তোর ডাইনোসরের ডিম বিবাহিত মানুষের (ছেলের) কাছে বিয়ে নিয়ে করা প্রশ্নের দেওয়া উত্তরগুলো....
একই প্রশ্ন যখন একজন ব্যাচেলর ছেলেকে করা হয়েছিল তার উত্তর গুলো কি ছিল আসুন জ়েনে আসি.....
১।
আচ্ছা বিবাহ কাকে বলে বলুন তো?
- যার ফলে একটা বৌ পাওয়া যায়।
২।
তার মানে বিবাহের প্রথম ধাপ হচ্ছে....
-একটা বৌ পাওয়া।
৩।
আচ্ছা একজন মানুষ কখন বিয়ে করে?
-বৌ পাওয়ার ইচ্ছে জাগে যখন।
৪।
আচ্ছা এরেঞ্জ ম্যারেজ আর প্রেমের বিয়ের মধ্যে পার্থক্য কি?
-কোন পার্থক্য নাইরে ভাই। যেমনেই হোক বৌ একটা পাইলেই হইসে।
৫।
অনেকে বলে, প্রেম করলে বোকা হয় আর বিয়ে করলে.....
-বৌ পাওয়া যায়।
৬।
অনেকে আরো বলে ছেলেরা বিয়ে করলে গাধা হয়....
-বৌ পিঠে নিয়ে...
৭।
ইচ্ছা থাকলেও আমরা ছেলেরা কি করতে পারি না?
-পরীক্ষায় ফেল করে বিয়ে করতে পারি না।
৮।
মেয়েকে বিয়ে দিলে পর হয়, ছেলেকে বিয়ে দিলে...
-সে একটা বৌ পায়।
৯।
বিয়ের দিন বর হাসিখুশী কিন্তু কনে কাঁদে কেন?
-এতদিন পর দু'জনের মনের আশা পূরণ হওয়ায় দু'জনের মনের খুশীভাব দু'রকমভাবে প্রকাশ পায়।
১০।
বিয়ের আগে দু'জন দু'জনা কে ভালবাসে আর বিয়ের পর....
-বিয়ের আগে দেখা স্বপ্ন বাস্তবায়ন করে।
১১।
যখন ছেলেরা মেয়েদের উত্যাক্ত করে তখন সেটাকে ইভটিজিং বলে। আর মেয়েরা যখন ছেলেদেরকে উত্যাক্ত করে তখন সেটাকে....
-ছেলেদের সৌভাগ্য বলে।
১২।
কোন দু'জন মানুষ বেশীরভাগ ক্ষেত্রে এক মত হতে পারে না।
-সরকারী দল-বিরোধীদল।
১৩।
কোন সময় ছেলেরা কোখনো মেয়েদের চিনতে পারে না?
-মেকআপ নেওয়ার পর, বোরখা পরার পর।
১৪।
কেউ কেউ চাকরির ক্ষেত্রে সবসময় শুধু বিবাহিতদেরকেই চাকরি দেন কেন?
-বৌ....
১৫।
সবশেষে কি দাঁড়াচ্ছে?
-কথা একটাই। বৌ চাই।
সবশেষেঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।