জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”.
আমি খুবই অখ্যাত একজন ব্লগার। কিন্তু স্বপ্ন দেখি বিশাল বড়। এবং সতত স্বপ্নের বিবিধ রসায়ন নিয়ে ব্যস্ত থাকি।
তাই নাম নিয়েছি অলওয়েজ ড্রিম।
বেশ কয়েক বছর ধরেই আমার জন্য বিয়ের কনে খোঁজা হচ্ছে। মা-ভাই-বোন, বন্ধু-স্বজন সবাই খুঁজছে। কিন্তু তাদের ব্যর্থতায় আমাকে দিল্লিকা লাড্ডু গিলতে হচ্ছে না।
খুঁজে পাচ্ছে না বললে ভুল হবে।
মা পাচ্ছেন। অগুন্তি! হাটে-মাঠে-ঘাটে, পথে কিংবা রথে, বাড়িতে কিংবা অফিসে যেখানে যে মেয়েকে দেখেন তাকেই তিনি বৌমা ভাবতে শুরু করে দেন। তার কোনো মেয়েই অপছন্দ হয় না। কিন্তু এত দিন আমাকে লাড্ডু গেলাতে পারেন নি। কারণ আমি একটা চাকরি ধরছিলাম আর ছাড়ছিলাম।
মনের মতো কোনো চাকরি পাচ্ছিলাম না। এতদিনে সেটা পেয়ে গেছি। সুতরাং মায়ের গুটি এবার শক্ত হয়েছে। কোরবানিতে বাড়ি গেলেই আমাকে চিরদিনের জন্য কোরবান হতে হবে। তোড়জোর করে কনে দেখা হচ্ছে।
গত ঈদে এই ভয়েই বাড়ি যাই নি। ঢাকায় একা একা ছিলাম। কিন্তু এবার আর রক্ষা নাই।
বিয়েতে কি আমার ভয়? না, মোটেই তা নয়। বরং বিয়ে নিয়ে কত যে রোমান্টিকতা আছে তার অন্ত নেই।
কিন্তু সমস্যা অন্যখানে। আমার জন্য যত সম্বন্ধ আসছে সব লেদু-গেদু টাইপ মেয়ের। অর্থাৎ কেউ এস এস সি, কেউ এইচ এস সি! আমি চাই আরও বড় কাউকে। এত পিচ্চিপাচ্চিদের দিয়ে আমার চলবে না।
তাকে মোটেই মহাসুন্দরী হতে হবে না।
কিন্তু তাকে দেখে আমার মধ্যে যেন ভাললাগা তৈরি হয়।
তাকে মোটেই সচ্ছল পরিবারের হতে হবে না, কারণ শ্বশুর বাড়ির সচ্ছলতা নিয়ে ভাবার সময় আমার নেই। তবে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষিত পরিবারের হলে বেশি ভাল হয়।
মনে মনে আমি এমন কাউকে খুঁজছি যার ভাঙ্গনে নয় সংগঠনে ঝোঁক।
আত্মকেন্দ্রিক নয়। সবাইকে দিয়ে সবাইকে নিয়ে সুখী হতে চায়। যে অভিমান করতে জানে, ভাঙাতেও জানে। যার মধ্যে বিবেচনাবোধ আছে।
কোনো পাখিভাই কিংবা পাখিবোন কি আছেন? তাহলে নিচের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন।
ফেবুতেঃ http://www.facebook.com/nayeem.rana
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।