আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি। সাবেক নিউওয়ে মাল্টিপারপাস কোম্পানী লিঃ আবার এম এল এম ব্যবসা শুরু করেছে। তবে এবার একটু ভিন্ন কায়দায়। এবার তারা রিয়েল এস্টেটের মুলা ঝুলিয়ে সেই পুরনো প্রতারনা ব্যবসা শুরু করেছে। তারা এবার গার্ডিয়ান রিয়াল এস্টেট নামে নারায়াঙ্গঞ্জে কিছু জমি কিনেছে।
সেই জমির মুলা ঝুলিয়ে সেই আগের মত নেটয়ার্কিং পদ্বতিতে আবার এম এল এম ব্যবসা শুরু করেছে কোম্পানিটি। ইতোমধ্যেই এদেশে এম এল এম এর প্রতিষতাতা জনক শ্রী মুরলী নারায়ানথাস কয়েক কোটি টাকা হাতিয়ে কানাডায় পালিয়েছেন। কানাডায় তিনি গড়ে তুলেছেন ৫টি ব্যবসা প্রতিষ্টান। সাবেক নিউওয়েতে আগে যারা বিনিয়োগ করেছিল তাদেরকে পরে বাধ্য করেছিল নতুন রিয়েল এস্টেট কোম্পানীতে বিনিয়োগ করতে। কথাছিল ৪৮ মাসে যারা বিনিয়োগ করবে তাদেরকে ১ লাখ টাকায় প্রতি মাসে ২০০০ হাজার টাকা দেয়া হবে ।
এজন্য তারা ৩০০ টাকার শট্যাম্পে গ্যারন্টিও দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতিও রক্ষা করেনি প্রতারক কোম্পানিটি। এখন যারা নতুনভাবে ক্যাশ টাকা বিনিয়োগ করছে তাদের প্রতি মাসে টাকা দেয়া হচ্ছে। বেসরকারী টিভি চ্যানেল্গুলোর কাছে আবেদন এধরনের প্রতারক কোম্পানীর মুখোশ খুলে দিন এবং কিছু সাধারন মানুষকে প্রতারনার হাত থেকে রক্ষা করুন। এরা প্রতি শনিবার নভো টাওয়ার,তেজগায়ে সেমিনার করে সকাল ১১টার সময়।
৩৯, রোড# ২১, বি ব্লক বনানীতে তাদের অফিস আছে। এছাড়াও টাওয়ার হ্যাম্লেট,বনানীতেও আরো একটি অফিস আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।