গাড়ি থেকে নেমে মূল ভবনের দিকে হাটতে লাগলাম আমি, গাজ্জালী ও ডঃ বাদায়ুনী। বাগানের বা দিক থেকে একটা ডাক আসল (গাজ্জালীকে ডাকা হল)। তাকিয়ে দেখি পাইপ দিয়ে গাছে পানি দিচ্ছেন আমার প্রিয় ব্যক্তিত্ব, বিনয়ী সেই মহামানব। হ্যাঁ, ডঃ মাহাথির মোহাম্মদ ... গত ৪ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক অনুমোদিত এক বার্তায় গবাদি পশু, হাঁস-মুরগী, ছাগল, ভেড়া ইত্যাদির খামার রেজিস্ট্রেশন ও নবায়ন সংক্রান্ত নির্দেশনা প্রাণিসম্পদ কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। রেজিষ্ট্রেশন এর মেয়াদ ৫ বছর, পরবর্তীতে যা পুনঃ নবায়ন যোগ্য।
আমার জানা মতে, চীন, জাপান, কানাডা (মালয়শিয়াও) একজন খামারীকে সর্বোচ্চ প্রযুক্তি সুবিধা, "ইয়ারলী প্রোডাকশন বোনাস", রেশনসহ আনুসঙ্গিক সুবিধা, পশুখাদ্য ও ওষুধ ক্রয়ে সুবিধা ও নামমাত্র সুদে আর্থিক সুবিধা দেয়। ব্যাপক উৎপাদনশীল দেশগুলোর মধ্যে মিশর, সুদান, দক্ষিণ আফ্রিকাসহ আরো অনেক দেশই এ ধরণের সুবিধা তাদের খামারী/চাষীদের অতীতেও দিয়েছে, বর্তমানেও দিচ্ছে। মিশর ক্ষতিগ্রস্থ খামারীদের পুনর্বাসনের জন্য প্রায় হাজার কোটি ডলার বাজেটে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। সেখানে আমাদের অর্থ মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে নিম্নোক্ত হারে খামারীদের কাছ থেকে রেজিষ্ট্রেশন ফি নেয়া হবে।
বিভিন্ন ধরনের খামার রেজিষ্ট্রেশন ও নবায়ন ফি -
মুরগি (লেয়ার )
১০০১-১০০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫,০০০ টাকা ও নবায়ন ফি ৩,৫০০ টাকা।
১০০০১-২০০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ১০,০০০ টাকা ও নবায়ন ফি ৭,৫০০ টাকা।
২০০০১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১৫,০০০ টাকা ও নবায়ন ফি ১২,৫০০ টাকা।
মুরগি (ব্রয়লার)
১০০১-৫০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ২৫০০ টাকা ও নবায়ন ফি ২০০০ টাকা।
৫০০১-১০০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫০০০ টাকা ও নবায়ন ফি ৩৫০০ টাকা।
১০০০১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১০০০০ টাকা ও নবায়ন ফি ৭৫০০ টাকা।
হাঁস
১০০১-৩০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ১০০০ টাকা এবং নবায়ন ৭৫০ ফি টাকা।
৩০০১-৫০০০ পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৩০০০ টাকা এবং নবায়ন ফি ২০০০ টাকা।
৫০০১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ৫০০০ টাকা এবং নবায়ন ফি ৩০০০ টাকা।
গাভী
১০-২০ টি পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ২০০০ টাকা এবং নবায়ন ফি ১৫০০ টাকা।
২১-৫০ টি পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫০০০ টাকা এবং নবায়ন ফি ৩৫০০ টাকা।
৫১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১০০০০ টাকা এবং নবায়ন ফি ৭৫০০ টাকা।
ছাগল ও ভেড়া
২০-৪০ টি পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা এবং নবায়ন ফি ৫০০ টাকা।
৬১ টির উর্ধ্বে রেজিষ্ট্রেশন ফি ১০০০ টাকা এবং নবায়ন ফি ১০০০ টাকা।
অর্থ মন্ত্রনালয়ের উচিত ছিল বিনামূল্যে খামারীদের রেজিষ্ট্রেশন সুবিধা দিয়ে যে যত বড় খামার করবে তাদের ততবেশী আর্থিক সুবিধা দেয়ার পদক্ষেপ নেয়া। তাছাড়া ছোট বড় প্রতিটি খামারীকে বিনামূল্যে "খামার ক্ষতিপূরণ বীমা", বিনা সূদে আর্থিক সুবিধা, ওষুধ ও পশু খাদ্য ক্রয়ে ভর্তুকিসহ আরো ব্যাপক সহযোগীতার চিন্তা করা।
অধিকাংশ দেশ যেখানে খামারীদের ভর্তুকি ও রেশন দিয়ে উৎপাদন বাড়াচ্ছে, সেখানে আমাদের দেশে রেজিষ্ট্রেশন/নবায়ন ফির নামে টাকা নেয়া কতটা যুক্তিসঙ্গত ?!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।