বেপোয়া মানুষ রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহতের পরিবারের কাছে সঞ্চয় পত্র প্রদানঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত পরিবারের সদস্যদের হাতে সঞ্চয় পত্রের চেক তুলে দেন। সঞ্চয় পত্র একটি বন্ড, দরিদ্র পরিবারের সদস্যরা এখান থেকে তাদের লাভ তুলতে পারবেন, তার আসল পুঁজি থেকে যাবে। এভাবে একটি পরিবার আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাবে। এখানে টাকা প্রদান করলে ঐ পরিবার দায় দেনা, ধার দিয়ে আবার নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেশের অর্থনীতিবিদরা সরকার প্রধানের এই ইতিবাচক ধারনাকে সাধুবাদ জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।