আমি মিসির আলির সাথে দেখা করতে চাই । উনি তো কতো সমস্যার সমাধান করেছেন ! উনি শুধু একবার বলুক , আমাদের হ্যালুসিনেশন হচ্ছে ! যা দেখছি , শুনছি সব ভুল ! কেউ কি মিসির আলির কাছে আমাকে নিয়ে যাবেন ? আমার খুব প্রিয় কেউ হারিয়ে গেছেন !তাকে পেলে আমি বলবো , আমি রুপা হতে চেয়েছিলাম । এক পূর্ণিমায় আমি হিমুর হাত ধরে জোছনায় ভিজবো । গভীর অরণ্যে নিজেকে গাছ ভেবে হিমুর সাথে মাটিতে মিশে থাকবো ! আপনারা শুনছেন ? আমাকে কেউ মিসির আলির ঠিকানাটা দেবেন ! প্লিজ ! আমি আমার খুব প্রিয় লেখককে বলবো , আমাকে রুপা বানিয়ে একটা উপন্যাস লিখবেন ? অনেকদিন ধরে রুপা হবার সাধ । আপনার অসুস্থতার জন্য এতোদিন অনুরোধ করিনি ! এখন তো আপনি আনন্দ ভুবনে ! অনেক বিশ্রাম হয়েছে লেখার ! এবার আমার জন্য একটা লেখা লেখেন ! আমি রুপা হতে চাই ! বইমেলায় যেয়ে আমার সব প্রিয় মানুষদের জন্য আমি বইটি কিনবো ! হিমুকেও দেবো । যদিও সে নাক শিটকাবে ! তবে মিসির আলি নিশ্চয়ই পড়বেন ! শুভ্রর যদি পড়তে কষ্ট হয় ! কানা বাবাকে নাহয় আমিই পড়ে শোনাবো ! প্লিজ , কেউ আমাকে মিসির আলির কাছে নিয়ে চলুন ! আমার হ্যালুসিনেশন হচ্ছে ! চারিদিকে কি সব দেখছি ! আমার প্রিয় লেখক নাকি নেই ! ''আসমান ভাইঙ্গা জোছনা পড়ে...... আমার ঘরে জোছনা কই...... আমার ঘরে এক হাঁটু জল পানিতে থৈথৈ''..........কোথাও গান টা বাজছে ! আমার মাথার ভিতর কি !!! উফ ! আমি মুক্তি চাই ! আমি মিসির আলির কাছে যেতে চাই ! আমি এই অসহ্য হ্যালুসিনেশন থেকে মুক্তি চাই ! আমি একবার রুপা হতে চাই !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।