কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
কেউ বিপদে পড়লে সাথে সাথেই ১১৩ তে ফোন করবে। এটাই স্বাভাবিক। কিন্তু চোর যদি বিপদে পড়ে ১১৩ মানে পুলিশে ফোন করে, বিষয়টা কেমন যেন হাসির মনে হয়না। খবরটা শুনে আমিও অনেক ক্ষণ হেসে ছিলাম। আসলেই এমনটাই ঘটেছে ইতালির বোলঝানো শহরে। একচোর চুরি করতে গিয়ে ধরা খেয়ে গৃহস্তের দৌড়ানি খায়। লাঠি সোটা দেখে চোর ভয় পেয়ে ১১৩ ফোন করে "" আমাকে বাচান, ওরা আমাকে মেরে ফেলবে"""""" । ফোন পেয়ে পুলিশ চলে আসে দ্রুত। এর পরে জানতে পারে ঘটনার পিছনে আসল ঘটনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।