আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে সেফ করা হয়েছে; তা জেনারেল থেকে সেফ হবার মধ্যবর্তী সময়টুকু কি এমন ঘোড়ার ডিম করলাম যে আমাকে 'সেফ' করা হল?

ওওওও ওওও ওও ও

এই ব্লগ নাকি দেশের সবচেয়ে পপুলার ব্লগ। সামু নামে সবাই চিনে। মূলত কমেন্ট কারার আশায় একদিন অ্যাকাউন্ট খুললাম। শর্ত ছিল ভাল ভাল লেখা লিখলে আমাকে জেনারেল করা হবে। আরে মিয়া 'সেফ' না হলে আমার লেখা কেউ পড়তেই পারবে না তাইলে লিখে কি লাভ? তারপরেও কিছু কিছু লিখলাম।

সেকারণে কিনা জানি না ৭ দিনের কথা বলে ৪ মাস ৬ দিন পর আমাকে জেনারেল করা হল। তারপর কয়েকটা (১০/১২) কমেন্ট করলাম। আজ দুমাস পর লগ ইন করে দেখলাম আমি সেফ! যদিও এই দুই মাস আমি কিছুই করিনি। এমন ফালতু সিস্টেম আমি জীবনেও দেখিনি। যে গাধার মাথায় প্রথম এই আইডিয়া এসেছিলে সে ব্যাটা নিশ্চয় গান্জা টানে।

ব্লগ প্ল্যাটফর্ম হিসাবে সামু একদম ফালতু। কিছু ভাল ব্লগার আর নাস্তিকতার রুপধারী নাইন টেনে পড়া পোলাপানদের বিনোদন না থাকলে সামু কবেই নাই হয়ে যেত। এতদিন প্রতিযোগী ছিলনা তাই টনক নড়েনি। এখন মজা বুঝছে। আগে অ্যাকটেল, বিবিসির অ্যাড দেখা যেত।

এখন তারাও বুঝতে পেরেছে এই খোড়া ঘোড়া দিয়ে রেসে জেতা যাবেনা। সামু সাবধান হয়ে যাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.