বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকেই রেডিও ফূর্তিতে এয়ারটেল এর গুটিবাজি অ্যাডটা শুনছি। এই অ্যাডের আইডিয়া যার মাথা থেকে আসছে তার প্রতি বিনম্র শ্রদ্ধা !!!
এই পোস্টটি আমার ১জন বিশেষ বন্ধুকে উৎসর্গ করলাম যার পোষ্ট পড়তে পড়তে আমার এই ব্লগে লেখালেখির শুরু। আমার প্রিয় বন্ধু বিনা 'র আজীবন সুস্থতা কামনা করছি
ছেলে বন্ধুরা যা বলে-
১. তুই কি সারাজীবনই ছোট বাচ্চাদের মত চুল আচড়াবি ???
বছর ৬-৭ আগে এক নেংটাকালের বন্ধুর কথা এটা। জুম্মার নামাজ পড়তে যেতাম টুপি ছাড়াই, কারন টুপি মাথায় দিলে সেজদা দেয়ার সময় টুপি পড়ে যেত। যেহেতু গোসল করে ভেজা চুল আচড়েই দৌড় লাগাতাম তাই চুল গুলো পুরা সেটওয়েট জেল অ্যাডের মাফিয়া স্টাইল হয়ে থাকতো।
২. বাউলের মত মাথা দুলাইলে তোমারে পাগল পাগল দেখা যায়।
এটাও আগের উক্তির সমসাময়িক সময়ে করা আমার আরেক ছোটবেলার বন্ধুর উক্তি। আমি কোনদিন এমন কিছু করি নাই। কেন যে এই কথা বলেছিল জানি না।
৩. তুমি এত ভাল ইংলিশ পারো কিন্তু পরীক্ষায় যদি আমাদের থেকে ভাল করতে না পারো তাইলে তোমার মরে যাওয়া উচিৎ !!!
আমার রুমমেটের মনোবাসনা এটা !!! শুধু বলেছিলাম যে কালকের পরীক্ষায় তো কোপেক্স দিয়ে দিবা, ফলশ্রূতিতে এই খেদোক্তি !!!
৪. ম্যাথমেটিক্স সবাই বুঝলেও কি বুঝল তা সবাইকে বুঝাতে পারে না।
তুমি বুঝছো এইটা বড় কথা, কাউকে বুঝাইতে পারছো কিনা এইটা বড় কথা না।
এক্সামের সময় আমার এক রুমমেটকে অংক বুঝাইতে নেয়ার কিছুক্ষন পর তার এই কালজয়ী উক্তি।
৫. আমি তো তাও তোর মত এক মানুষের কথা অন্য মানুষকে লাগাই না।
আমার মোটামুটি একজন ক্লোজফ্রেন্ড + এক্স-রুমমেটের বিনা মেঘে বজ্রপাত ধরনের উক্তি।
৬. তুই এত কিছু মনে রাখিস কিভাবে???
উপরোল্লিখিত বন্ধুটি প্রায়ই আমাকে এই কথাটা বলে।
কেন বলে জানি না।
৭. এখন কি গেম খেলছো / খেলছিস / খেলছেন...?!? [/si
এইটা আমার প্রতি সব মানুষেরই খুব কমন প্রশ্ন। ফেবুতে দেখা হলে এই প্রশ্ন আমার শুনতে হবেই হবে।
মেয়ে বন্ধুরা যা বলে: প্রথমেই বলে রাখা ভাল আমার মেয়ে বন্ধুর সংখ্যা ছিল মাত্র ২ জন। তবে আমাকে যারা যারা তাদের বিখ্যাত বাণী দিয়েছেন তাদের সবাইকেই উল্লেখ করলাম।
১. তোমাকে ভুল করে প্রপোজ করছিলাম...এজন্য আমি আন্তরিকভাবে দু:খিত
কিন্চিত উদ্দেশ্যপ্রণোদিত !!!
২. তোমার কন্ঠটা না অনেক সুন্দর...!!!
এইটা আসলে অনেকেই বলেছে। তবে আমার মনে হয়েছে ফাইজলামী। আমি নিজের কন্ঠ রেকর্ড করে নিজে শুনেছি। মোটেও ভাল লাগে নাই।
৩. তোমার সাথে যে মেয়ের সম্পর্ক হবে সে অনেক ভাগ্যবতী, কিন্তু সমস্যা হচ্ছে কোন মেয়েই তোমাকে বুঝতে পারে না...!!!
আহারে...তোমার কিছুই হবে না গো...!!!
৪. এহ্ !!! কি অসভ্য ছেলে...চেনা পরিচিত হলে মানুষ তো একটু কথাবাত্রা বলে...!!!
এহ !!! কোন কুতুব আসছে যে দেখলেই সালাম ঠুকে লুলে ভেসে ভেসে কথা বলতে হবে।
নিচের গুলো আমার আসল মেয়েবন্ধুর (এক্স) কথা, তার ব্যাপারে কিছুই বলার নাই...কবি এখানে পুরোপুরিই নীরব।
১. তোর চুলের স্টাইল আর আমার বাবার চুলের স্টাইল একদম এক...!!!
২. তুই ধ্বংশ হ...!!!
৩. তুই কি আমাকে সত্যি সত্যি ভালবাসিস...???
৪. তুই এমন কেন রে...?!? একটু স্বার্থপর হতে শিখ্...!!!
অতীতকালের কথা মনে পড়ছে খুব, তাই এইসব লেখা। আপনাদের কারও এরকম বাণী চিরন্তনী শোনা থাকলে শেয়ার করতে পারেন। (ন্যাকামী করলাম না আরকি)
*** প্রকৃত রচনাকাল- এপ্রিলের ১ম সপ্তাহ
***পরিমার্জন- আজ রাত ২.৩০
***মেয়েবন্ধু আর গার্লফ্রেন্ড কোনভাবেই সমার্থক নয় !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।