বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি গল্পের শরীর বেয়ে বেয়ে ওঠে কষ্টের শিহরণ নিউইয়র্ক টু বাংলাদেশ- গুঁড়ি গুঁড়ি সন্ধ্যা শ্রাবণ স্বাভাবিক-সাধারণ-খুব চলমান-সচরাচর একটি দিনে নুহাশপল্লীর দিঘিতে কান্নার রোল উঠল- স্রোত উঠল- অবিরত কান্না স্রোত। গাছের পাতার ফিসফাসে, পাখিদের পাখার পটপটানিতে শুধূ নিরব নিথর। বাতাসের শনশনে ছুঁয়ে গেল বিপন্ন বিষাদ। কে জানে! তোমাকে হয়তো নিয়ে গেছে ঔ পূর্ণিমা রাত। তুমি হয়তো হয়ে গেছ- ভরা শুল্কায় জোছনার চাঁদ। (জনপ্রিয় এই গল্প-কথকের জন্য ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলী)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।