দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
শ্রাবণের অশ্রুবিন্দু হয়ে এলে বর্ষারুপে তুমি,
দু'চেখের শ্রাবণে তোমাকেই জানাই কদম অভিনন্দন !
হৃদয়ের আকাশে দেখ মেঘের আনাগোনা-
নিভিয়ে ফেল আমাদের ভিতরের যত আগুন ! অহং
শ্রাবণের অশ্রুতে মুছিয়ে ফেল বিরহী প্রেম।
ধরণীকে শুদ্ধ করে ভরে দাও ঘাসফুলের পৃথিবী ।
প্রতিনিয়ত অজস্র শ্রাবণ ধারায় চিন্তা চেতনায়
নিয়ে এসো অশ্রু নয় আনন্দ ধারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।