প্রকৃতি সেজেছে এক নতুন সাজ
ওরে শ্রাবণ এসেছে যে আজ।
কলকাকলিরা বসে আছে ঘরের চালায়
আকাশ ঘন কালো মেঘে ঢাকা যে রয়।
সূ্র্য্য উঁকি মারে কালো মেঘের ফাঁকে ফাঁকে
আলোর আশায় সবাই যে বুক বাঁধে
মরিয়া হয়ে উঠে সব গাছ
ওরে শ্রাবণ এসেছে যে আজ।
চারিদিকে তাই ঝরিছে বারিধারা
পাখিগুলা সব ফিরিছে বাসায় হয় দিশেহারা।
থেকে থেকে আকাশে একরাশ কালো মেঘের ভেলা
নদীতে বিষম ঢেউয়ের খেলা
মাছ ও ব্যাঙ্ ধরেছে নতুন নাচ
ওরে শ্রাবণ এসেছে যে আজ।
এভাবে ঝরিতে ঝরিতে প্রকৃতি যখন হয় ক্লান্ত
শ্রাবণ তাকে দেয় ক্ষান্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।