আমাদের কথা খুঁজে নিন

   

শ্রাবণের জলে ধোয়া

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

বিরহের অনলে পুড়েছে হৃদয় কত ভালোবাসা হাজার বছরের......................... কত নিশিপদ্ম লেনদেন হৃদয় জুড়ে অনুভব করি ভালোবাসার পান্ডুলিপি শপথ, কিছূতে তুমি বুঝলেনা অকৃত্রিম হৃদপিন্ডটাকে !!! অতপরঃ তুমি অস্পষ্ট হতে হতে শ্রাবণের জলে ধোয়া স্মৃতি হয়ে গেলে !!! আজও মনে পড়ে তোমাকে বিরহের অনলে পুড়ছে হৃদয় তব হৃদয়ে যেখানে আছ তুমি সেখানে লগেনি অনল !!! শ্রাবণেনর জলে ধোয়া স্মৃতি কি করে তাতে জলপদ্ম প্রস্ফুটিত করি তুমি একবার দেখে দেখে যেও ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।