কবিতার খাতায় লিখা হাবিজাবি মলাটে তোকেই জড়িয়ে রাখি তুইই কবিতার উপজীব্য তোর নামেই হয় উৎসর্গ প্রচ্ছদে তোর ছবি। শুরুতে রাখি তোর বিশেষণ বাদ যায় না সে আলাপন মাঝখানেতে স্পষ্ট সে নাম, জড়িয়ে অদ্যাবধি। তোর মায়ায় যে লাইনগুলো আমি সেই কবিতার কবি। কষ্ট মাখানো যতটুকু খেদ শ্লেষ জড়িত অনাহুত জেদ এ সবেও তো তুইই থাকিস, কবিতার যত লাইনগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে সেথায়, ভালোবাসার দেবী। কবিতা ঘিরে “তুই তত্ত্ব” তোর নামেই আমার গ্রন্থ সত্ব জীবনঘনিষ্ঠ এই প্রান রসায়ন কবিতা আর কবি, তোর কারনেই পাক অমরত্ব আমার সৃষ্টি সব-ই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।