আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
সামহোয়ারইনে আমার ব্লগিং জীবন প্রায় ৩ বছর ২ মাস। এতটুকু বলতে পারি আমার চেয়ে পুরোনো ব্লগার খুব কমই টিকে আছেন এই ব্লগে। অথচ আমাকে শুনতে হয় আমি নাকি ধান্ধাবাজ?
একসময় এখানে ব্লগিং বলতে গেলে ছেড়েই দিয়েছিলাম, অফলাইনে থেকে কেবল পোষ্টগুলো পড়ে যেতাম। কিন্তু এডসেন্স আর ইন্টারনেটে আয়ের কৌশল বিষয়ক বিভিন্ন প্রশ্ন দেখে নিজেকে দমিয়ে রাখতে পারিনি।
এই বিষয় নিয়ে পোষ্ট করতে শুরু করি।
আশা করি আমার ব্লগ পড়ে অনেকেরই বিভিন্ন বিষয়ে সাহায্য হয়েছে। বাংলায় ব্লগিং করে পয়সা কামানো সম্ভব নয়, এটা জেনেও কেবলমাত্র বাংলাদেশি ব্লগারদের জন্য একটি আলাদা বাংলা ব্লগ খুলেছি। সবার মাঝে একটা বন্ধন সৃষ্টির জন্য ফোরাম খুলেছি। ইন্টারনেটে বিভিন্ন সাইটে গিয়ে সবাইকে আমন্ত্রন জানিয়েছি আমার ফোরামে যোগ দিতে।
আগে কখনও উল্ল্যেখ করিনি, আজকে করছি - ফোরামটি খুলেছিলাম এমন সময় যখন আমার নিজের ব্যাংক একাউন্টে টাকা ছিল না, তবুও ক্রেডিট কার্ড দিয়ে ২০০ পাউন্ডের সফটওয়ার কিনে ফোরাম চালু করেছি কোনোপ্রকার লোভ লালসা ছাড়াই।
আজ র্পযন্ত অনেকেই আমার ওয়েবসাইটগুলো ঠিকানা চেয়েছে - ফোরাম আর বাংলা ব্লগ ব্যতীত খুব কম লোকই আমার অন্য কোন ওয়েবসাইটের ঠিকানা জানেন। এমনকি একজন আমাকে র্পণ ওয়েবসাইটের মালিকও বানিয়ে দিয়েছিলেন।
কিন্তু আজ সুইট নামের এক ব্লগার বলেছেন আমি নাকি ধান্ধাবাজ। এই ওয়েবসাইটে ব্লগ লিখে ওয়েবসাইটে হিট বাড়ানোর জন্য।
হিট বাড়ানোর ইচ্ছে থাকলে ওনার মতো ২৩ টি পোষ্টের ১২টিতেই সবাইকে ওয়েবসাইট ভ্রমনের আমন্ত্রন জানাতাম। অথচ আমার পোষ্ট সংখ্যা ২৮০টি ... দেখুন তো কয়টাতে আমি ওনার মতো ভালবাসা মাপার জন্য আমার ব্লগে যেতে বলেছি।
আমার বাংলা ব্লগে কোনো এ্যাড নেই আর ফোরাম থেকে এখন কোন আয় হয় না। তাই যদি মনে করেন আমি হিট বাড়াতে আসি তাহলে ভুল করবেন। আমার ওয়েবসাইটে যত হিট তার দশ ভাগের এক ভাগ পেলে আপনি উলংগ হয়ে রাস্তায় দৌড়াতেন।
গত মাসেই আমার পেজ ভিজিট ছিল সোয়া ৫ লক্ষ বার আর আয় ছিল ৫৬২ পাউন্ড। তাই আমাকে ধান্ধাবাজ বলার আগে একটু চিন্তা করে দেখবেন। ইন্টারনেটে একটা high paying adsense keywords এর লিষ্ট খুজে পেয়ে আমার ফোরামে দিয়েছিলাম - সাথে সাথে লিস্টে উৎস বলে দিয়েছিলাম। কিন্তু সুইট সাহেব পুরো লিষ্টটি কোনো উৎস বর্ণনা ছাড়াই নিজের ওয়েবসাইটে টুকে দিয়েছেন। তাহলে ধান্ধাবাজটা কে?
নিজেকে কখনও মহান রুপে প্রতিষ্ঠিত করতে চাই নি ।
আমি ধনীর ছেলেও না আর আমার অঢেল টাকাও নাই। তবুও এক অর্থ কষ্টে থাকা ব্লগারের ইন্টারনেটের প্রতি আগ্রহ দেখে প্রতি মাসে তার ইন্টারনেটের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছি। এ কথাটা এই প্রথম তৃতীয় কেউ জানল। অনেককে ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, সবাইকে প্রতি নিয়ত সাহায্য করছি এত দেশে বসে থেকে।
সব কিছুই কি ধান্ধা?
তাহলে আমি ধান্ধাবাজ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।