ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।
কষ্টকল্প,
ঝিনুক এর আভ্যন্তরীন কষ্টকল্প হয় মুক্তার পরত,
জোছনা বিলানো সোনালী গোলকটাও ঘাসখেকো
মানব মনের কষ্টকল্প হয়ে উঠে যখন কষ্টকল্পনাই
বিপন্ন মানব প্রকৃতির কষ্টকল্পিত প্রতিনিধি।
কেনো যে সুন্দর চিন্তায় সময়ক্ষেপন করব?
দিন বাড়ছে স্তরীভূত অশ্মমন্ডলীর পাললিক শিলার,
পৃথিবী হচ্ছে বুড়ো,বার্ধ্যক্যের ধুলোট মেঘে ব্যাধিগ্রস্ত
এবং বৃত্তীয় পরিধিতে ঘুরছে গতানুগতিক বিবর্তন!
এখন প্রেমিকের ,প্রেমিকার নীচের ঠোটে চুমুর
আবেশিত সুন্দর দৃশ্যকল্পও হচ্ছে কষ্টকল্পনা!
মানবসভ্যতার এতটি বছর ......অর্জন কি শূন্য?
যখন সবচেয়ে সুন্দর নীল রংটাও হয় কষ্টকল্পনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।