আমাদের কথা খুঁজে নিন

   

পরাজয় যে কারনে

বিদ্রোহী রণ ক্লান্ত .. আমি সেই দিন হব শান্ত .... নবনির্বাচিত চার জন মেয়রকে অভিনন্দন! এই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্ঠতা থাকবার কথা না, কিন্তু রাজনীতি ভীষন ভাবেই ছিল! ছিল, দুর্নিতি ছিল চোখে পরার মত, ছিল কথিত নাস্তিকদের হাত থেকে ধর্ম রক্ষার দোহাই, ছিল টাকার ছড়াছড়ি, সিলেটে একটি ভোট ৫০০০টাকায় পর্যন্ত বিক্রি হয়েছে! কোরান ছুয়ে শপথ করানো হয়েছে, রাতের আধারে কোরান হাতে টাকার ব্যাগ নিয়ে হাটতে দেখা গেছে বোর্খাধারিদের! এছাড়াও আরো কিছু ইশু কাজ করেছে। মেয়র নির্বাচনের সাথে সাধারন নির্বাচনের কিছুটা ভিন্নতা আছে। এই সিটি নির্বাচনে সাধারনত মানুষ মনস্তাত্তিক ভাবে চাইবে ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক। যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে। এতে সিটি কর্পোরেশন অনেকটা দুর্নিতিমুক্ত থাকবে। মানুষ রাজা পরিবরতন চায়, ধারনা যে দুর্নিতি কম হবে! চট্টগ্রাম, নারায়নগঞ্জ ও গতকাল ৪ টি সিটি নির্বাচনের ফলাফল দেখলে বুঝতে সমস্যা হয় না। আসন্ন ঢাকা নির্বাচনেও এই রকম ফলাফলই দেখা যাবে হয়ত। কিন্তু সাধারন নির্বাচনে এ ব্যাপারটা থাকবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।