আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিরা আর এসোনা আমাদের আঙ্গিনায়

দ্রোহের আগুনে উঠুক জ্বলে বৃষ্টি তোমার প্রতিক্ষায় আমি দিগন্তজোড়া ধূ ধূ প্রান্তর। বৃষ্টি তোমার প্রতিক্ষায় আমি পিচ ঢালা রাস্তায় জলের বিভ্রম। বৃষ্টি তোমার প্রতিক্ষায় আমি উদ্ধত চাতক। বৃষ্টি তোমার প্রতিক্ষায় আমি জানালায় চোখ রাখা চকিত কিশোরী। বৃষ্টি তোমার প্রতিক্ষায় আমি ফুটবল মাঠের বালক কাদামাটিকে করতে আলিঙ্গন্।

বৃষ্টিরা আর আসেনা আমাদের আঙ্গিনায়। আসে শুধু রক্ত। প্রতি দুপুরের হিংস্র রোদে আমরা খুন হই। বৃষ্টিরা আর আসেনা আমাদের আঙ্গিনায় সেখানে এখন শ্বাপদের আনাগোনা মাঠের ফসল পুড়ে অঙ্গার পুড়ে যায় শব, পুড়তে থাকে সব, আমাদের হাড়গোর, বুকের পাজর, কখোনোবা পাকস্থলী। বৃষ্টিরা আর এসোনা আমাদের আঙ্গিনায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।