আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম
বৃষ্টিরা অধঃমুখী হলে বুঝে নেই চোখ তোমার
সারাদিন আজ দূরগামী-
সুদূর নীলিমা সেঁচে তুমি
খুঁজছো সারাদিন
রত্ন-তুল্য এক
হারানো ঝিঁনুকের স্মৃতি।
বৃষ্টিরা নতমুখী হলে বুঝে নেই দৃষ্টি তোমার
দ্বিধায়, নতমুখে দেখছে নহর,
কেমন স্রোতেরা যায়- ধুয়ে মুছে সারাদিন
ভ্রান্তির অবসাদ-একদলা মাটি।
বৃষ্টিরা এলোমেলো হলে বুঝে নেই চোখ তোমার
কী প্রবল টলমল আজ
কী নিবিড় প্রার্থনায় বিরান রাত্রি জুড়ে ঝরে জল-
থোকা থোকা গোলাপও বিষণ্ণ থাকে
বেদনার্ত বাগানের বুকে।
বৃষ্টিরা হঠাৎ সকালে সিক্ত করলে এ শহর
বুঝে নেই বৃক্ষ এক, রিক্ত হয়েছে নিদারুণ
খুব বেশি খুঁজছে সে হারানো সবুজ
ঝরে পড়া, পল্লবে পল্লবে।
বৃষ্টিরা কাছের হলে বুঝে ফেলি
শেষাবধি আজো তুমি, কতোটা দূরের
কতোবার তুমিহীন নগরী আমার
খরায় কেঁদেছে -
কতোবার তুমিময় এই বুক
তুমি ছাড়া নীরবে ভিজেছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।