আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিরা.......

আকাশ ভরা স্বপ্ন সাথে

বৃষ্টি...., জিনীসটা যেমন আমার প্রিয়, তেমনি শব্দটাও আমার খুব প্রিয়। প্রথম বৃষ্টিকে স্পর্শ করি আর দ্্বিতীয় বৃষ্টিকে অনুভব করি সর্ব অস্তিত্ব দিয়ে। বৃষ্টির সাথে যখন আমার প্রথম দেখা হয়, কি ছোটই না ছিলাম তখন! ভালভাবে তাকে দেখতেও পারিনি; আর সেই ছোট বেলার স্মৃতি গুলো এখন অনেকটা অস্পষ্ট। পরিবর্তনের হওয়ায় আবর্তিত হয়ে আমি যেমন পরিবতির্,ত সে তরও অনেক বেশী। আকাশের কান্না যখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আমি ছুটে যাই তার কাছে।

অসীম শূণ্যতা অনুভব করি আমার বৃষ্টির জন্য। বৃষ্টির সাথে দ্্বিতীয়বার দেখা হয় তার এক আন্টির বিয়েতে। আর বলতে গেলে তখনই ভালোভাবে পরিচয়। তৃতীয়বার যখন দেখা হয়, তখন সময়টা বেশ ভালোই কাটে; ঢা.বি. তে ভর্তি পরীক্ষা দিব বলে আমি তাদের বাসায়। দীর্ঘ প্রায় 60 ঘন্টার মতো পাশাপাশি অবস্থানে তার কথাবর্তা, আথিতিয়তায় মুগ্ধ আমি।

আমাদের যখন চতুর্থবার দেখা হয়, তখন সময়টা বড় নির্মম ছিল। বারে বারে ইচ্ছে হচ্ছিল আপুর বিয়ের সব ব্যস্ততা ঝেড়ে ফেলে তাকে সময় দিই অনেকক্ষণ.....। কিন্তু তাতে যদি তার বা আমার আত্নীয়-স্বজনরা কিছু মনে করে!!! তাই শত ইচ্ছে থাকা সত্ত্বেও এ গুপ্ত বাসনাকে সুপ্ত করে রেখেছিলাম কষ্টের মায়াজালে আবৃত করে। আর সে কারনেই হয়তবা তাকে দেখতে গিয়েছি 5ম বার। দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু মূখ ফুটে বলা হয়নি হৃদয়ের কথাখানি।

আসলে এখনো কাউকে আমার প্রকৃত অবস্থান বুঝতে দেই নি। যেমন আমি আগে ছিলাম, এখনো তেমনি; যেমন ঘরে ছিলাম, তেমনি বাইরে। আমি প্রতীক্ষায় রই, কল্পনার ডালপালা মেলে ধরি, এক বর্ষার...., এক বাদল দিনের......, সর্বোপরি এক বৃষ্টিভেজা দিনের জন্য। যে দিন আকাশ ভেঙ্গে নামবে এক অঝর ধারার বৃষ্টি....., এ বৃষ্টি হবে পবিত্র বৃষ্টি...., শুদ্ধতার বৃষ্টি...., ভালোবাসার বৃষ্টি........। আর সে বৃষ্টিতে আমি হাটবো আমার বৃষ্টিকে নিয়ে।

স্বচ্ছ বৃষ্টির ছোয়ামাখা অবস্থায় নেত্র মুগ্ধ করে দেখবো আমার বৃষ্টিকে। তার হাত ধরে হাটবো অনেক........ অনেক পথ....................। শুদ্ধতার বৃষ্টিতে ভিজে..... ভালোবাসার বৃষ্টিকে সাথে নিয়ে পদযাত্রা করব অনেক........ অনেক পথ.............। এই দিনটি কবে আসবে? আমি রয়েছি এমন একটি দিনের প্রতীক্ষায়। আজকের এ লেখা শুধু মাত্র বৃষ্টির জন্য।

আমার ভালোলাগার বৃষ্টি এবং ভালোবাসার বৃষ্টি, উভ য়ের জন্য.......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।