দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! জুঁইয়ের কথা মনে আছে ! ঐযে সেই মেয়েটি পরীক্ষার আগে যার চারটি আঙ্গুল কেটে নিয়েছিলো পাষণ্ড স্বামী রফিকুল ইসলাম । সেই জুঁই নরসিংদী গভরমেন্ট কলেজ থেকে এবার এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪..৩৮ পেয়েছেন । অথচ এই জুঁইয়ের লেখাপড়া বন্ধ করার জন্যই উঠে পরে লেগেছিলো স্বামী রফিকুল ইসলাম । স্বামীর নির্দেশ অমান্য করায় জুঁইয়ের উপর নেমে আসে নির্মমতা । তারপরও দমে যাননি এই তরুন তুর্কি । বোন সানিয়াকে শ্রুতি লেখক হিসেবে নিয়ে এবারের এবার এইচ এস সি পরীক্ষায় অংশ নেন তিনি আর তাতেই তার এ চমকপ্রদ ফলাফল । এলাকাবাসীর মুখে মুখে এখন জুঁইয়ের সাফল্য । জুঁই আজ সবার গর্ব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।