জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আমার কষ্ট দেখে আকাশ চিৎকার করে কান্না করছে শুধু তোমার পাষণ্ড হৃদয়কে স্পর্শ করতে পারে না মেঘ ফেটে চৌচির হয়ে রোদন করছে সব থম্থমে এ আবেগ আমায় এক নতুন পরিচয় দিচ্ছে যে কারণে আমাকে তোমার এত অবহেলা, তা আমি দূর করব তোমার পাষণ্ড হৃদয়কে আমি বিগলিত করব তুমি পারবে না আমার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারবে না...কিছুতেই পারবে না.....। বৃষ্টিতে স্নাত হয়ে আত্মজিজ্ঞাসায় খুঁজছি নিজের ফাঁকফোঁকর গুলিকে খুঁজছি অযাচিত দোষ ত্রুটিকে তোমায় ফিরে পাবার জন্য শুধু নয় আমার নিজের আত্মতৃপ্তির জন্যও এ প্রচেষ্টা কারণ আমি নিজের লজ্জা আর স্বভাবের কারণে তোমাকে, আমার সফলতাকে সব কিছুকে হারিয়ে ফেলছি আমার এ উত্তরণ খুবই জরুরি হয়ে পরেছে আমি অনেক সফলতা থেকে ধপাস করে পরেছি আমি আবার সে রাস্তায় আসতে পারব তুমি আমার অনেক বড় শক্তি, আমার হৃদস্পন্দন আমাকে কখনও এভাবে দুরে সরিয়ে দিবে না আমি তোমার স্পর্শে রঞ্জিত হয়ে এগিয়ে যেতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।