আমাদের কথা খুঁজে নিন

   

টিভিতে খেলা না দেখালেও একসাথে সবাই মিলে স্কোর দেখলেও মজা পাওয়া যাবে। (ক্রিকেটিয় আড্ডা)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ প্রশ্ন: তবে কি আশরাফুল টি-২০ ওপেনার হিসেবে টিকে গেল??? প্রশ্ন: বাংলাদেশ শিরিজ জিতলে টি-২০ বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুতি হবে? স্কোর: ৩ ওভারে ১৯রান, ০ উইকেট। বাংলাদেশ দল: *Tamim Iqbal Mohammad Ashraful Mahmudullah, Mushfiqur Rahim*, Shakib Al Hasan, Nasir Hossain, Ziaur Rahman, Abdur Razzak, Mashrafe Mortaza, Abul Hasan, Elias Sunny† প্রশ্ন-১ আলোচনা। মুহাম্মদ আশরাফুলের নাম মোটামোটি ইতিহাসের খাতায় চলে যাচ্ছিল। হটাৎ কিভাবে যেন তাকে টি-২০ তে অপেনিং এ নামানো হলো।

দু'একটা ম্যাচ একটু ভালও খেলল, এখন তাকে নিয়মিতই দেখা যাচ্ছে। কিন্তু এই পোষ্টের জন্য তিনি কতটুকু পারফেক্ট? কারণ সামনে বিশ্বকাপ। বিশ্বকাপে অন্তত একজন টেম্পুরারি ওপেনার নিয়ে মাঠে যাওয়া ঠিক হবে না। আপনারা কি বলেন.......... প্রশ্ন-২ আলোচনা: নি:সন্দেহে এটি একটি ভাল প্রস্তুতি হবে। কিন্তু আয়ারলয়ান্ডকে আমরা যততটা গুরুত্বের সাথে নিচ্ছি সেটাকে আমার ভয় লাগছে।

আয়ারল্যন্ডকে এত বড় করে দেখে তাদের সাথে জিতেই যদি আমরা আত্নতুষ্ট হয়ে যাই তবে কিন্তু বিশ্বকাপে খবর আছে। সবগুলোতে হেরেই বাড়িতে ফিরতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।