আমাদের কথা খুঁজে নিন

   

টিভিতে মধ্যরাতের বকবক

soroishwarja@yahoo.com

আমাদের টিভিগুলো মধ্যরাতে বকবক করে কেন? মধ্যরাতে আমাদের মহান বুদ্ধিজীবীরা জ্ঞান দেয়। এত রাইতে জ্ঞান কোন কাজে লাগে বলেন। রাতে যারা জেগে থাকে তাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা এই বকবক শোনার জন্য জেগে থাকেন। মধ্যরাতে মানুষ তো ঘুমায়, মানুষ সঙ্গম করে। ঘুম বা সঙ্গমের সময় আমাদের এই মহান বকবক কি কোনো কাজে লাগে! আমাদের টিভিগুলো দেখলে মনে হয়, দেশে জ্ঞানী লোকের অভাব নাই।

চারদিকে খালি জ্ঞান আর জ্ঞান। খালি কথা কথা আর কথা। বাঙালি যে কত কথা বলতে পারে তা টিভি দেখলেই বোঝা যায়। সময় অসময় নাই, রাত-বিরাত নাই খালি কথা আর কথা। এত কথা, এত জ্ঞান_ মনে হয় এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে গোটা জাতি একটা মহান জ্ঞানী জাতিতে পরিণত হবে।

জ্ঞানী হওয়ার ধারাবাহিকতা গুণী হওয়া। অতএব জাতি গুণীও হয়ে যাবে শিগগিরই। যেহেতু তারা সব সময় জ্ঞানের কথা শুনছে। দেশ ও জাতির কীসে ভালো হবে_ সেসব জানছে। এই একটি দিক বিবেচনায়ই বলা যায়_বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল! নাকি বলেন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।