আমি যখন টিভি দেখি, কি কি উপাদান আমাকে মারাত্নক বিরক্ত করে সেটা আপনাদেরকে জানাবো এখন। যখন আমি ঐভাবে টিভি দেখি তখন আর টিভির প্রোগ্রাম দেখতেই ভালো লাগেনা।
ঈদ মুবারক লোগোটা স্থীর রাখলেইতো হয়। প্রতি ২-৩ সেকেন্ড পরপর এই এনিমেটেড লোগোটি নড়তেই থাকে। আচ্ছা ঈদের প্রতিদিন ধরেই কি প্রতি ৩ সেকেন্ড পরপর প্রতিটি প্রোগ্রামে এই এনিমেটেড লোগো দেখাতে হবে?
নাটক দেখবো নাকি শিরোনাম দেখবো? প্রতিটি চ্যানেলের প্রতিটি নাটকেই যদি সারাটাক্ষন নিচ দিয়ে একই শিরোনাম স্ক্রল হতেই থাকে তবে চোখকে কেমন করে স্থীর রাখবো নাটকের প্রতি? কেউ কেউ আবার বাংলা ও ইংরেজী উভয় ভাষাতেই শিরোনাম দেখায়। কেউ কেউ আবার শিরোনামের সাথে বিজ্ঞাপন। মা-গো আমায় বাঁচাও... আমি কি নাটক দেখবো নাকি শিরোনাম, নাকি সময়, নাকি কোনায় পোড়ে থাকা নড়াচড়া বিজ্ঞাপন!
ঘড়িটাই বা সারাক্ষন দেখাবার কি দরকার? আমি কি ঈদ প্রোগ্রাম দেখবো নাকি কয়টা বাজে সেটা প্রতি সেকেন্ড সহ দেখবো?
দেখুন তবে আমি কি দেখি:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।