আমাদের কথা খুঁজে নিন

   

হাতের কাছে মুক্তো রেখে, কেন তুমি সাগর সেঁচো: একটি সত্য ঘটনা অবলম্বে লেখা একটি অসাধারন ঘটনা

আমি কিছুই না..... আবার অনেক কিছু । ২০০৭ সালে ৭ এপ্রিল এক লোক ওয়াশিংটন ডি.সির মেট্রো স্টেশনে বসে ভায়োলিন বাজাচ্ছিল. সময় টা ছিল জানুয়ারীর এক সকাল, প্রচন্ড শীত. তিনি ৪৫ মিনিট ধরে "সিক্স ব্যাচ পিসেস" বাজাচ্ছিলেন. তখন ছিল ব্যাস্ত একটা সময়, সবাই ছিল কর্মক্ষেত্র যাওয়ার জন্য ব্যাস্ত. হিসাব করে দেখা হয় ১,১০০ জন মানুষ তখন স্টেশন এ যাতায়াত রত অবস্থায় ছিল. তিনি মিনিট পর একজন মধ্যবয়স্ক লোক লক্ষ্য করলো একজন মিউজিশিয়ান ভায়োলিন বাজাচ্ছেন. তিনি একটু থেমে গেলেন এবং গতি বাড়ি দিলে পরক্ষনেই তার পরের কাজে যাবার জন্য. ১ মিনিট পর ভায়োলিনিস্ট ১ ডলার টিপ পেলেম একজন ভদ্রমহিলার কাছ থেকে , এমন না যে মহিলা টি তার সঙ্গীতে মুগ্ধ হয়ে ডলার টা দিয়েছিল, সে ছিল ব্যস্ত এবং অনেকটা দয়াবশত তিনি মিউজিশিয়ান টি কে ডলার টি দেন. http://www.youtube.com/watch?v=hnOPu0_YWhw কিছু সময় পর একজন দেয়ালে হেলান দিয়ে ভায়োলিনিস্ট এর সুর শুনলেন. হটাৎ তিনি তার ঘড়ির দিকে তাকালেন এবং তিনি তার পরবর্তী কাজের জন্য রওনা দিলেন. এই মিউজিশিয়ানের প্রতি সবথেকে বেশী আকর্ষিত হয়েছিল একটি ৩ বছরের ছেলে. কিন্তু তার মা তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল, আর ৩ বছরের ছেলেটি বারবার মায়োলিনিস্ট এর দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল. সর্বশেষে, তার মা তাকে জোরে ধাক্কা দিয়ে টেনে নিয়ে চললো. এই ঘটনা টা অন্যসকল বাচ্চা দের ক্ষেত্রেও ঘটে. এই ৪৫ মিনিট মিউজিশিয়ান ভায়োলিন বাজান এবং স্টেশনে মাত্র ৬ জন লোক থেমেছিলেন এবং শুনেছিলেন তার সুর. ২০ জন তাকে টাকা দিয়ে ছিলেন হাটার পথে, কিন্তু তারা ছিল ব্যাস্ত, তার শোনেন নি সেই সুর. ভায়োলিনিস্ট ৩২ ডলার পান. যখন তিনি বাজানো শেষ করলেন, সব নিস্তব্দ হয়ে যায়, কেউ খেয়াল করে না তাকে, কেউ হাত তালিও দেই নি কিংবা দেয় নি স্টান্ডিং অভিয়েশন. কেউ জানতো না, কিন্তু এই ভায়োলিনিস্ট ছিলেন জশুয়া বেল নামক একজন খুব বিখ্যাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেহালাবাদক ঘটনাটা ঘটিয়েছিলেন। যে সুর তুলচ্ছিলেন সেই সুর শোনার জন্য অসংখ মানুষ হাজার হাজার ডলার খরচ করে তার অনুষ্ঠানেআসতেন। কিন্তু পরিচিতি অনেক সময় কাজ কে ছাপিয়ে যায়. আমরা এখন সম্মান করি ফেম কে, তার ডিড কে না. বি:দ্র: এটা একটা ইংরেজী আর্টকেলের অনুবাদ, আমি নিজের ভাষায করেছি. কিছু প্রশ্নের জবাব, কেন তাকে কেউ চিনলো না? কারন তিনি ভিকারীর ছদ্মবেশে ছিলেন. হাতের কাছে মুক্তো রেখে, কেন তুমি সাগর সেঁচো, শিরোনাম টি আমার বন্ধু দেয়া. যারা আগের থেকে জানতে তারা বলবেন না যে আগেই জানতাম, আমি যারা জানতেন না তাদের জন্য এটা অনুবাদ করলাম.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.