আমাদের কথা খুঁজে নিন

   

বিচারের বাণী নিভৃতে কাঁদে, পুরানো ঘটনা অতি দ্রুত ভুলে গিয়ে নিত্য নতুন ঘটনা নিয়ে ব্যস্ত হতে অভ্যস্ত আমরা

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । যেটা আমার কাছে ভুল মনে হয় , তার তাত্ক্ষণিক যুক্তিসম্মত প্রতিবাদ করতে আমার ব ছোটবেলায় স্কুলে পড়ার সময় যে ঘটনাটা পত্রিকায় পড়ে প্রচন্ড নাড়া খেয়েছিলাম, তা হলো “স্মৃতির সম্ভ্রমহানি মামলা” । যতদূর মনে পড়ে, এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটা নিজের কাজিনের সাথে কথা বলার সময় আক্রান্ত হয় হায়েনাদের দ্বারা।

এ ঘটনার বিচারের অপেক্ষায় ছিলাম বহুদিন। কি বিচার হয়েছিল, হয়েছিল কিনা, আজ আর মনে নেই। এরপর কত সময় গিয়েছে, আমি একে একে দেখেছি, “পুলিশের গাড়িতে করে যাওয়ার পথে ইয়াসমীন হত্যা মামলা,” “মডেল কন্যা তিন্নি হত্যা মামলা” “শাজনীন হত্যা মামলা” “বসুন্ধরায় কর্মরত সাব্বির হত্যা মামলা” “দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা” “ঢাকা মেডিকেল কলেজ এর রাজিব হত্যা মামলা” “রমনায় বোমা হামলার মামলা” “সারাদেশে সিরিজ বোমা হামলা মামলা” “শেখ হাসিনার জনসভায় বোমা হামলা র মামলা” “আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলা” “ঢাকা ইউনিভার্সিটিতে বাধনের সম্ভ্রম হানি মামলা” “ঢাকা মেডিকেল কলেজ এর ফরেন সিক বিভাগে র প্রধানের রোড এক্সিডেন্ট ( ? ) মৃত্যু নিয়ে রহস্য” “বুয়েট এর সনি হত্যা মামলা” “এম পি শাওন এর গাড়ির ড্রাইভার হত্যা মামলা” “ভিকারুন্নিসার ছাত্রী নির্যাতনকারী পরিমল এর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা” “সাগর রুনি হত্যা মামলা” এরকম আরো কত শত মামলার রায়ে র অপেক্ষায় থাকতে থাকতে ভুলেই গেছি সেটার কথা। আমি যেমন এখন ভুলেই গেছি আমাদের বিদ্যুত সমস্যার কথা বা যানজটের কথা, বেকারত্বের কথা, বা দুর্নীতির কথা, আগামী বর্ষায় আবার শহর গুলা যে ড্রেইনেজ এর অভাবের কারণে আবার পানিজটে আক্রান্ত হবে তাও ভুলে গেছি। রোহিঙ্গা সমস্যা কাটিয়ে এখন আমরা সবাই ব্যস্ত পদ্মাসেতু নিয়ে।

সকল সমস্যার সমাধান যখন পদ্মাসেতু তৈরিতেই রয়েছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, তখনি দেখতে পাই বুয়েটের অচলাবস্থা। অতঃপর আমরা আবার ব্যস্ত বুয়েটের ভিসির অপসারণ নিয়েই। আসলে কোন একটা সমস্যার সমাধান আমরা পাব কি করে, আমরা যে প্রতি নিয়ত ই নতুন সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে অভ্যস্ত! আমি নিশ্চিত আগামী কয়েক মাসে আরো বিচিত্র আরো রোম হর্ষক আর অনেক কিছু হবে, অতঃপর সব ভুলে গিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করবে। এভাবে ই চলে আসছে। এভাবে চলতে থাকবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.