অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
দৈনিক খবরের কাগজগুলোতে প্রায়শই একই বিষয় শিরোনাম করা হয়। ঘটনার গুরুত্বের বিচারে এটাই স্বাভাবিক। গতকাল সিরাজগঞ্জের দূর্ঘটনা ঠিক সেই বিচারেই আজকের সব কটি খবরের কাগজের শিরোনাম হয়েছে। গতানুগতিকভাবে এবারেও তথ্য বিভ্রাট।
নিহতের সংখ্যা সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ সাত। ইত্তেফাক ট্রেন ড্রাইভারকে মেরে ফেলেছে কিন্তু প্রথম আলো বলছে ড্রাইভার বেঁচে আছে। জনকন্ঠের বর্ননায় মনে হবে ট্রেনের উপর পরিকল্পিত হামলা।
ইত্তেফাক :
ট্রেনের ধাক্কায় নিহত সাত ড্রাইভারকে পিটিয়ে হত্যা
প্রথম আলো :
খালেদার সভামঞ্চের ২০ গজ দূরে দুর্ঘটনা, ট্রেনে আগুন-লুটপাটহুইসেল উপেক্ষা, ট্রেনের নিচে ৬ প্রাণ
(ট্রেনের সহকারী চালক (সহকারী লোকো মাস্টার) রাজ গোবিন্দ গণপিটুনিতে আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ট্রেনের চালক (লোকো মাস্টার) নাছিরউদ্দিন আত্মরক্ষায় পাশের একটি গ্রামে আশ্রয় নেন।
তিনি ভালো আছেন বলে রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন। )
যুগান্তর :
সিরাজগঞ্জে ট্রেনে আগুন : কাটা পড়ে নিহত ৫
আমার দেশ :
জনসভায় মানুষের জটলায় চলন্ত ট্রেন : নিহত ৫ : ট্রেন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা : পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত
নয়া দিগন্ত :
জনতার উপর ট্রেন ঃ নিহত ৭
জনকন্ঠ :
খালেদা জিয়ার জনসভা ॥ ট্রেন চাপা, গণপিটুনি- হত ৬ ॥ ট্রেনটি জ্বালিয়ে দেয়া হয়েছে ॥ সিরাজগঞ্জে তুলকালাম০ শতাধিক গাড়ি ভাংচুর০ পুলিশ-র্যাবের সঙ্গে সংঘর্ষে আহত অর্ধশত০ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ
অতএব, গতকাল সিরাজগঞ্জে খালেদা জিয়ার জনসভা স্থলের সন্নিকটে একটি ট্রেন দূর্ঘটনায় কিছু মানুষ (৫-৭ জন) মারা গেছে এবং ট্রেনে অগ্নি সংযোগ ও লুটপাট হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।