আমার বাসার পাশের লাগোয়া আরেকটি পাঁচতলা ভবন আছে। প্রতি ফ্লোরে দু্টি করে ফ্ল্যাট। হিসেবে ১০ টি ফ্ল্যাট রয়েছে ঐ ভবনে। কিন্তু এই মাসেই ছয় জন ভাড়াটিয়া চলে গেছে। কারণ হিসেবে তারা বলছে, রাতে ঐ ভবনের ছাদে নুপুড়ের শব্দ শোনা যায়, কারা যেন নাচে এমন সব ঘটনার কথাও বলেছে ভাড়াটিয়ারা। ধরে নিলাম পাঁচতলায় যে থাকত, তাদের পক্ষে শোনা স্বাভাবিক। কিন্ত যে তিনতলায় থাকত, সে কীভাবে তা শুনবে? ব্লগে অনেকে বলবেন, এটা মিথ্যাকথা বা হ্যালুসিনেশন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সব ভাড়াটিয়া কি একসাথেই চলে যাবে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।