দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! হাসনাহেনার সৌরভে গভীর রাত আরও গভীরতর হয়ে এলে অভুক্ত শেয়ালের ডাকে কেঁপে ওঠে শ্মশানের পাড় ইথারে ভেসে এলে সেই সর নীরবতা ভাঙে আমার । কুয়াশার চাঁদর জড়িয়ে আসা কোমল শীতের ঠোঁট চুইয়ে তাকিয়ে দ্যাখি ঝড়ছে ফোঁটা ফোঁটা শিশির । এভাবেই আমার বিনিদ্র রজনী কেটে যাচ্ছে- কেটে গেছে সেইসব দিনরাত্রি ভেবে তুমি ফিরবে ভেবে,অপেক্ষায় থেকে থেকে গ্রীষ্মের প্রখরে বর্ষার অঝোড়ে বসন্তের রঙের ছোঁয়ায় আসলো শুধুই দুঃখ আর দুঃসময় ! পাথর চাপা সব কষ্টগুলো গলে গলে জল হলে কতবার পাড়ি দিতে চাইলাম ব্যাবধানের আটলান্টিক এরপরও ফিরলেনা... কতটা অভিমানে নিজেকে রাঙালে- আসে শুধুই দুঃখ আর দুঃসময় ! এখন আমার সব উত্তলতা স্থির হয়ে এলে অদৃশ্য যাদুমন্ত্রবলে- কুয়াশার চাঁদর জড়িয়ে আসা কোমল শীতের ঠোঁট চুইয়ে তাকিয়ে দ্যাখি ঝড়ছে ফোঁটা ফোঁটা শিশির । অথচ তুমি ফিরবে ভেবে,অপেক্ষায় থেকে থেকে গ্রীষ্মের প্রখরে বর্ষার অঝোড়ে বসন্তের রঙের ছোঁয়ায় উপেক্ষার বাঁধ ভেঙে আকাঙ্ক্ষারা স্রোতস্বিনী হলে কতবার পাড়ি দিতে চাইলাম ব্যাবধানের আটলান্টিক অথচ এরপরও ফিরলেনা ফিরলেনা আর... ১৬ অক্টোবর ২০১০ মধ্যরাত্রি,বরগুনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।