ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
কত হাসি কত কাঁদি
জানে নাতো কেউ,
কত সাগর ব্যথা বুকে
কত কষ্ট ঢেউ।
কত প্রেম বিরহে পোড়ে
কত স্বপ্ন ভাঙে,
কত শত জলের মেলা
বসে বুকের গাঙে।
কত স্মৃতির কত পালক
চোখের কোনে আসে,
কত স্মৃতির জোয়ার ভাঁটায়
প্রাণের দুঃখ হাসে।
কত দিন কত রাত
কান্না মাঝে কাটে,
কত ফসল এল গেল
শূণ্য হৃদয় মাঠে।
কত দুখের কত দানা
হৃদয় ঘরে রেখে,
কত দুখে সময় গেল
দুখের ছবি এঁকে।
কত ঝড় কত প্লাবন
কত কষ্টে কাঁদে মন,
কত স্বপ্ন কবরে আজ
কত সুখে এলো মৃত্যুক্ষণ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।